শ্রমণ দে : আবু ধাবির শেখ জ়ায়েদ স্টেডিয়ামে রোহিত শর্মা এবং কুইন্টন ডি ককের দুর্দান্ত ইনিংস সূচনা মুম্বাই ইন্ডিয়ান্সকে ম্যাচে এক ছন্দময়তা দিয়েছে ইতিমধ্যেই।
সানরাইজার্স হায়দ্রাবাদকে আট উইকেটে হারিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করল দিল্লি ক্যাপিটালস
আজ শুরু থেকেই ছন্দে ছিলেন রোহিত। ইনিংসের প্রথম বলে নীতিশ রানাকে কভার ড্রাইভ করে সুন্দর একটি চার মেরে কেকেআর-এর বিরুদ্ধে নিজের দলের একাধিপত্য বজায় রাখতে তৎপরতা দেখান রোহিত। সঙ্গে সুন্দরভাবে সঙ্গদান করছেন দক্ষিণ আফ্রিকার উইকেট কিপার-ব্যাটসম্যান কুইন্টন ডি কক।
GATE 2022 স্কোরের মাধ্যমে স্নাতক ইঞ্জিনিয়ার নিয়োগ করবে পাঁচটি PSU
বর্তমান স্কোর :
মুম্বাই- 86-1 (11 ওভার শেষে)
কুইন্টন - 46*(30)
সূর্যকুমার - 4*(6)
রোহিত - 33(30) ক শুভমান বো নারাইন