রিয়া গিরি : বিহারের দুই স্কুল ছাত্রের ব্যাংকে আচমকাই ৯৬০ কোটি টাকা জমা হওয়ায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে বিহারের কাটিহারা জেলায়।এত টাকা কি করে ওই দুই পড়ুয়ার একাউন্টে জমা হল ভেবে পাচ্ছেন না কেউ ই। ঘটনাটি নিয়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।শুধুমাত্র দুই স্কুলপড়ুয়া নয় কিছুদিন আগে এক শিক্ষকের ব্যাংকেও লাখখানেক টাকা আচমকাই জমা হয়।
অজানা জ্বরে আক্রান্ত শিশুরা ঠাই পাছে ওয়ার্ডের মেঝেতে!
সূত্রের খবর, বিশ্বাসও কুমার নামের দুই স্কুল পড়ুয়া স্কুল পোশাকের টাকা জমা পড়েছে কিনা তা দেখতে স্টেট ব্যাংকের স্থানীয় শাখায় গিয়েছিল । দুজনের একাউন্টে কোটি কোটি টাকা জমা পড়েছে দেখে সেই ঘটনাটি লক্ষ্য করেন তারা। ঘটনাটিতে উত্তর বিহার গ্রামীণ ব্যাংকের মালিক ম্যানেজার মনোজ গুপ্ত জানতে পারে।পরে দুজনের ব্যাংক একাউন্টের লেনদেন প্রক্রিয়া বন্ধ করে দেয়। ব্যাংকিং সিস্টেম এর ভুল হওয়ার কারণেই টাকার লেনদেনের সমস্যা হচ্ছে বলে জানান তিনি।
আফগানিস্তানে পুষ্টিহীনতায় মৃত্যু হতে পারে ১০ লক্ষ শিশুর; আগাম সর্তকতা ইউনিসেফের
ঠিক একই রকম ঘটনা ঘটেছে বিহারের খাগারিয়া জেলায়। এক শিক্ষকের একাউন্টে দু'দিন আগেই হঠাৎ একাউন্টে ৫ লক্ষ টাকা ঢোকে এবং ব্যাংকের প্রযুক্তিগত ত্রুটির কারণে এমনটা হয়েছে বলে জানা।পরে ওই শিক্ষক ওই টাকা ফেরত দিতে অস্বীকার করে এবং সেই টাকা থেকে ১লক্ষ ৬০ হাজার টকা খরচ করে ফেলে। ঘটনাটি ব্যাংকের বড় আধিকারিকরা খতিয়ে দেখছেন। ফলে গ্রাহকদের টাকা সুরক্ষিত রাখতে অনেকেই গ্রামীণ ব্যাংকের দায়িত্বে থাকা আধিকারিকদের দোষারোপ করছেন।