রিয়া গিরি : বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে একটি জাতীয় সড়কের ছবি ভাইরাল হচ্ছে। যেখানে দেখা যাচ্ছে জাতীয় সড়ক পথের রাস্তা বরাবর ছড়িয়ে পড়ে আছে শত শত কনডম। কোথা থেকে এসেছে তা কেউই জানেনা। স্থানীয়দের বক্তব্য, প্রশাসনকে জানালেও প্রশাসন সেগুলি সরানোর কোন উদ্যোগ নিচ্ছে না।
বোর্ডের অনলাইন পরীক্ষা নেওয়ার আগে প্রশিক্ষণ দেওয়া হবে শিক্ষকদের
সূত্রের খবর, জাতীয় সড়কটি ৪৮ নম্বর জাতীয় সড়ক যেটি কাথ সান্দ্রা বাটা ওয়ারী রাস্তা কে সংযোগ করেছে। একদিন হঠাৎ স্থানীয় বাসিন্দারা লক্ষ্য করেন রাস্তায় ছড়িয়ে রয়েছে শত শত কনডম। কোথা থেকে এসেছে কেউই জানেনা। ক্ষোভ জমেছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।অনেকেই একটু কৌতূহলে সাথে রাস্তায় যেতে যেতে থমকে দাঁড়াচ্ছেন।
খাল পথে গরু পারাপার করতে গিয়ে তলিয়ে গেলেন বৃদ্ধ
প্রশ্ন উঠেছে কনডম কোথা থেকে এসেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি কোন দুষ্টু লোকের কাজ এটি। কিন্তু ওই এলাকায় পড়ে থাকার কারণ কি।ইতিমধ্যেই প্রশাসন খতিয়ে দেখছে ঐগুলি কোন কোম্পানির এবং আশেপাশে এলাকাগুলিতে তদন্ত চলছে।