নতুন সাংগঠনিক জেলার সভাপতির হাত ধরে শতাধিক কর্মী সমর্থক বিজেপি থেকে যোগ দিল তৃণমূলে

Hundreds-of-activist-supporters-joined-the-TMC-from-the-BJP


সোমনাথ দাস : তৃণমূল কংগ্রেসের বনগাঁ সাংগঠনিক জেলা পদাধিকারীদের সম্বর্ধনা প্রদান অনুষ্ঠানে একাধিক দল থেকে আসা শতাধিক কর্মী সমর্থক যোগ দিল তৃণমূলে। মঙ্গলবার সন্ধ্যায় উত্তর ২৪  পরগনা জেলার গাইঘাটার ঠাকুরনগর গার্লস হাই স্কুলে তৃণমূল কংগ্রেসের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি আলো রানী সরকার ও চেয়ারম্যান শংকর দত্ত নবনিযুক্ত কর্মী সমর্থকদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন।

অক্সিজেন প্লান্ট এর উদ্বোধন হলো বারাসাত হসপিটালে

তৃণমূল কংগ্রেসের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি আলো রানী সরকার জানিয়েছেন, "বিজেপির নেতারা নানা দুষ্কর্মের সঙ্গে জড়িয়ে পড়ছে সেই কারণে ভালো লোকেরা বিজেপি থেকে দলে দলে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে । আজ এগারোশো পঞ্চাশ জন কর্মী নানা দল থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। আগামী আরো বড় চমক রয়েছে।"

বাড়ি বিক্রি করতে গিয়ে প্রতারকের ফাঁদে বৃদ্ধ, খোয়া গেল লক্ষাধিক টাকা

বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করে বিজেপি নেতা অজিৎ বিশ্বাস জানিয়েছেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে আমরা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি। বিজেপি ক্ষমতায় থেকে মানুষকে শুধু অজুহাত দেয়। অজুহাত দিলে তো হবেনা কর্ম করতে হবে । আমরা সেই কারণে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম।"

পর্ণগ্রাফি দর্শকদের তালিকায় সবার ওপরে তালিবানরা

এই বিষয়ে বনগাঁ বিজেপির সাংগঠনিক জেলার সম্পাদক দেবদাস মণ্ডল জানিয়েছেন, "সক্রিয়ভাবে যারা বিজেপি করে তারা কেউ যায়নি। ১৯ সালের লোকসভা নির্বাচনের পরে যারা এসেছিল তারা দলের ক্ষতি করছিল, তারাই চলে গিয়েছে। তবে সংখ্যাটা এগারোশো নয়, দশ বা এগারো জন যোগদান করেছে। উনি দুটো শূন্য বাড়িয়ে দিয়েছেন।"

Post a Comment

Previous Post Next Post