হোটেলের বিল ২৫ লাখ ! মেটাতে না পেরে তিন তারা হোটেলের জানলা দিয়ে পালালেন অতিথি

Hotel-bill-25-lakh-Unable-to-meet-the-guests-the-three-star-hotel-escaped-through-the-window


রিয়া গিরি: 'অতিথি দেব ভব' অর্থাৎ অতিথি ভগবানের সমতুল্য। ভারতবর্ষে পরিচিত এই বাক্যটি অক্ষরে অক্ষরে পালন  করা হয়। কিন্তু অতিথি আচমকা পলায়ন করবে সেটা একটু অবাক করার বিষয়। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নেভিমুম্বাইয়ের একটি তিন তারা হোটেলে। যেখানে একজন  অতিথি হোটেলের বিল মেটাতে না পেরে জানলা দিয়ে পালিয়েছেন।

পুজোর আগেই উপনির্বাচন সম্পূর্ণ করতে হবে, নির্দেশ নির্বাচন কমিশনের

সূত্রের খবর, নিজেকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কর্মরত পরিচয় দিয়ে দীর্ঘ ৮ মাস ধরে ওই হোটেলে থেকে ছিলেন ওই মহিলা। সঙ্গে ছিল ১২ বছরের এক ছেলে। দুটি রুম নিয়ে বেশ কয়েক মাসে ভালোভাবে থেকেছেন তিনি। বিলের পরিমান বেড়ে যেতে টাকা মিটিয়ে দেওয়ার আশ্বাসও দিয়েছেন হোটেল কর্তৃপক্ষকে। বিশ্বাসযোগ্য হয়ে ওঠার জন্য নিজের পাসপোর্ট জমা রেখেছেন হোটেল কর্তৃপক্ষের কাছে।ওই মহিলার আচরণ দেখে হোটেল কর্তৃপক্ষ কখনো ভাবতেই পারেননি তিনি বিল না দিয়ে পালিয়ে যাবেন।

কাবুল বিমানবন্দরে লাইন দিয়ে দাড়িয়ে মেয়েদের বিয়ে দিচ্ছেন আফগান বাবারা

হোটেল কর্তৃপক্ষের দাবি, দীর্ঘ আট মাস রাজকীয় ভাবে বেশ সুখে দিন কাটিয়েছেন ওই মহিলা ও তার ছেলে। যখন হোটেলের বিল ২৫ লাখে গিয়ে পৌঁছয় তখন তিনি হোটেল থেকে পালিয়ে যান। হোটেল কর্তৃপক্ষ দাবি করেন ওই মহিলা তার ছেলেকে নিয়ে বাথরুমের জানালা ভেদ করে পালিয়ে গিয়েছে এবং ফেলে গেছে নিজের ল্যাপটপ এবং মোবাইল ফোন।যদিও এই বিষয়ে তদন্ত শুরু করেছে হোটেল কর্তৃপক্ষ ও প্রশাসন।

Post a Comment

Previous Post Next Post