নির্দিষ্ট সময়ের জন্য বাঙালির পাতে উঠবেনা ইলিশ, কড়া নির্দেশ মৎস্য দপ্তরের


Hilsa-will-not-be-available-in-Bengalis-for-a-certain-period-of-time-strict-instructions-of-the-Fisheries-Department

রিয়া গিরি : যোগান বাড়াতে রাজ্যে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারি করল মৎস্য দপ্তর। প্রজনন মৌসুমে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারি করল প্রশাসন। কোলাঘাটের রূপনারায়ন নদীর ইলিশ খুবই জনপ্রিয়। স্বাদে আকারে কোন অংশে কম নয়। কিন্তু যোগান কম থাকায় রাজ্যে ইলিশের পরিমাণ কমে যাচ্ছে।গঙ্গা ভাগিরথি সহ বিভিন্ন নদীতে ইংলিশে যোগান বাড়ানোর জন্য বেশ কয়েকটি কড়া পদক্ষেপ নিয়েছে মৎস্য দপ্তর।

সময়ের আগেই মিলতে পারে দ্বিতীয় ডোজ, নির্দেশ হাইকোর্টের

মৎস্য দপ্তরের নির্দেশে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনকে একটি চিঠি দেওয়া হয় যেখানে বলা হয়েছে ১৫ -২৫ সেপ্টেম্বর পর্যন্ত নদীতে কোন ইলিশ ধরা যাবেনা। একইভাবে অক্টোবর মাসে ১৫-২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য আধিকারিকরা। আধিকারিকদের দাবি বিগত বছরগুলোতে মৎস্যজীবী প্রজননের সময় নদীতে ইলিশ অনেক বেশি পরিমাণ ধরায় ডিম ভর্তি মাছ পাতে তুলে বাঙালির মন জুড়ে ছিল। কিন্তু তাতে ইলিশের দেখা আর পাওয়া যাচ্ছে না এ বছরে। ইলিশ  প্রজননের সময় যাতে সহজে বিনা বাধায় ফিরে যেতে পারে এর জন্য কড়াকড়ি  ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পেশায় জঙ্গি কাশ্মীরি যুবকের প্রেমে পড়ল পাক তরুণী

মৎস্য দপ্তর সূত্রে বলা হয়েছে, বাংলাদেশ সরকার বহু আগে থেকেই কড়াকড়িভাবে এই নিয়ম লাগু করেছিল। সেই কারণে বাংলাদেশের পদ্মা-মেঘনায় ইলিশের সমাহার অনেক বেশি। বাংলাদেশের মৎস্যজীবীদের সরকার আর্থিকভাবে সহায়তা করেন । এরাজ্যে ও সেটি চালু হবে বলে আশ্বাস দিয়েছেন আধিকারিকরা।মুর্শিদাবাদের মৎস্য আধিকারিক বলেন নদীতে অনেক ছোট ফাঁসের জাল ব্যবহার করে খোকা ইলিশ ধরা হচ্ছে সেটাও বন্ধ করতে হবে পুরোপুরি ভাবে।


Hilsa-will-not-be-available-in-Bengalis-for-a-certain-period-of-time-strict-instructions-of-the-Fisheries-Department

Hilsa-will-not-be-available-in-Bengalis-for-a-certain-period-of-time-strict-instructions-of-the-Fisheries-Department

Hilsa-will-not-be-available-in-Bengalis-for-a-certain-period-of-time-strict-instructions-of-the-Fisheries-Department

Hilsa-will-not-be-available-in-Bengalis-for-a-certain-period-of-time-strict-instructions-of-the-Fisheries-Department


Post a Comment

Previous Post Next Post