রিয়া গিরি : ঘটনাটি ঘটেছে ভারতের গুজরাটের আহমেদাবাদে শহরে।১৫ বছরের এক কিশোরীকে লকডাউন এ পড়াশোনার জন্য পরিবারের তরফ থেকে একটি স্মার্টফোন দেওয়া হয়। পড়াশোনার জন্য দেওয়া স্মার্টফোনে বাবা-মায়ের অজান্তে সোশ্যাল মিডিয়ায় নগ্ন ছবি পোস্ট করে সে । মেয়ের কর্মকাণ্ড জানতে পেরেই হার্ট অ্যাটাক হয় মা-বাবার।
আসনে কমতি, ভর্তি নিয়ে শঙ্কায় কলেজগুলি
সূত্রের খবর, কাজের সূত্রে বাবা-মা বাইরে থাকে এবং মেয়ের পড়াশোনার সুবিধার্থে একটি স্মার্ট ফোন কিনে দেয় তারা। পড়াশোনার জন্য নিজস্ব রূম ও দেওয়া হয় তাকে। কিন্তু বাবা-মায়ের অজান্তেই সোশ্যাল মিডিয়াতে অশ্লীল ছবি পোস্ট করতে থাকে ওই কিশোরী। তার পাশাপাশি নিজের বোনেদের এই নিয়ে উৎসাহিত করতে শুরু করেছিল সে।
পৃথিবীর প্রথম হাসপাতাল ট্রেনের সূচনা হল বাংলাতে
ঘটনাটি দীর্ঘদিন বাবা-মায়ের আড়ালে হয়ে থাকলেও খবরটি জানতে পারার পর রীতিমত হতভম্ব হয়ে যায় কিশোরীর পরিবার। মেয়ের এই কাজ করার পেছনে কি উদ্দেশ্য রয়েছে তা কেউই বুঝতে পারছেন ন। ঘটনাটি সামনে আসার পরই হার্ট অ্যাটাক হয় কিশোরীর মা ও বাবার।