সিরিয়াল কিলারের হদিশ মিলল রাজ্যে


Hadish-Mill-serial-killer-in-the-state

রিয়া গিরি : রাজ্যে হদিশ মিলল সিরিয়াল লেডি কিলারের। শিলিগুড়ির মাটি গাড়া অঞ্চলের খুনের ঘটনাকে কেন্দ্র করে উঠেছেন নানা মোড়। একাধিক খুন করা অভিযুক্ত কোন সাইকো কিলার কিনা খতিয়ে দেখছে পুলিশ।


সূত্রের খবর, শিলিগুড়ির ডিসিপি জয় টুডু এক সংবাদিক বৈঠকে জানা, চলতি মাসেই অঙ্কিতা মহালি নামে এক মহিলার মৃতদেহ উদ্ধার করা হয় যার বয়স ছিল ১৯।অঙ্কিতার মা তার মৃত্যুতে স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে মেয়েকে খুনের  অভিযোগ  দায়ের করেছিল। তখন স্বামীকে আটক করে মাটিগাড়া থানার পুলিশ। স্বামীর সুমনকে জিজ্ঞাসাবাদ করলেও কোনো কথাই বলেননি তার স্বামী। পুলিশি জিজ্ঞাসাবাদে অঙ্কিতার সঙ্গে যোগাযোগ থাকা আক্তারের খোঁজ মেলে । পুলিশ জানতেে পারে আক্তারের সঙ্গে অঙ্কিতার ঘনিষ্ঠ সম্পর্ক ছিলি।পুলিশি জিজ্ঞাসাবাদে অঙ্কিতার স্বামী সুমন খাালিয়ার থেকে আক্তারের নাম জানতে পারে  ।আক্তার স্বীকার করে যে দুটো খুন করার সময় মাদকাসক্ত ছিল সে। অঙ্কিতার ফোন থেকেই তথ্য সংগ্রহ করার চেষ্টা করে পুলিশ।সেখানেই আক্তারকে উপযুক্ত প্রমান সহ জিজ্ঞাসাবাদ করে। অনেক জিজ্ঞাসাবাদ করার পর সে স্বীকার করে দুটো খুন করার সময় সে মাদকাসক্ত ছিল এবং নিয়মিত সে মাদক নিত। 


আক্তার হোসেন নির্দিষ্ট জায়গায় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মাটি খুঁড়ে চার মাস আগে প্রেমিকার মৃতদেহ উদ্ধার করে মাটিগাড়া থানার পুলিশ। ফরেনসিক টেস্ট পাঠানো হয় এরপর সব তথ্য। শুধু অঙ্কিতা নয় একইভাবে সূচনা মন্ডল নামে আরেকটি মেয়েকে খুন করেছিল আক্তার। ওই মহিলার সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত ছিল আক্তার।  সূচনা ও অঙ্কিতাকে একই পদ্ধতিতে খুন করে সে। অভিযুক্ত আক্তার কোন সাইকো কিলার কিনা নমুনা  পরীক্ষা করছেন চিকিৎসকেরা।

Post a Comment

Previous Post Next Post