ঈশিতা সাহা: আগামী ২৪ ঘন্টার মধ্যে রাজ্যে আছরে পড়তে পারে গুলাব। ভয়াবহ আবহ সংকেতে আজ রবিবার ইস্ট কোস্ট রেলওয় এর পক্ষ থেকে ২৮ টি দূরপাল্লার ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। পরিবর্তন হতে পারে একাধিক ট্রেনের যাত্রাপথ। পাশাপাশি ঘূর্ণিঝড় কালে রেলের বৈদ্যুতিক খুঁটি যাতে ভেঙে না পড়ে তার জন্য পূর্ব ব্যবস্থা নেওয়া হয়েছে।
ডাকাতির ছক বানচাল করতে সক্ষম হল গাইঘাটা থানার পুলিশ, গ্রেফতার ২ দুষ্কৃতী
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রবিবার অন্ধ্রপ্রদেশের বিশাখাপট্টনম ও উড়িষ্যার গোপালপুরের ওপর দিয়ে স্থলভাগ হয়ে প্রবেশ করবে গুলাব। যার ফলে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর সহ কলকাতা হাওড়া একাধিক জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।
গুলাবের জেরে ইতিমধ্যে বাতিল হয়েছে উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশগামী একাধিক ট্রেন সহ মোট ২৮ টি দূরপাল্লার ট্রেন।
পুজো এবার বাড়িতেই কাটান, নয়া নির্দেশিকায় বিষন্ন কলকাতা
এক নজরে দেখে নিন ট্রেন বাতিলের তালিকা...
০২৮৪৫ ভুবনেশ্বর-যশবন্তপুর স্পেশাল
০২৮৪৬ যশবন্তপুর-ভুবনেশ্বর স্পেশাল (২৭ সেপ্টেম্বর)
০২০৭১ ভুবনেশ্বর-তিরুপতি স্পেশাল
০২০৭২ তিরুপতি-ভুবনেশ্বর স্পেশাল
০২০৮৫ সম্বলপুর-নান্দেদ স্পেশাল
০২০৮৬ নান্দেদ-সম্বলপুর স্পেশাল (২৭ সেপ্টেম্বর)
০২৮৫৯ পুরী-চেন্নাই সেন্ট্রাল স্পেশাল
০২৮৬০ চেন্নাই-পুরী স্পেশাল (২৭ সেপ্টেম্বর)
০৭০১৫ ভুবনেশ্বর-সেকেন্দ্রাবাদ বিশাখা স্পেশাল
০৭২৪৪ রায়গঢ়-গুন্টুর স্পেশাল
০৮৪১৭ পুরী-গুনুপুর স্পেশাল
০৮৪১৮ গুনুপুর-পুরী স্পেশাল (২৭ সেপ্টেম্বর)
০৮৪৩৩ ভুবনেশ্বর-পলাসা স্পেশাল
০৮৪৩৪ পলাসা-ভুবনেশ্বর স্পেশাল (২৭ সেপ্টেম্বর)
০৮৪৬৩ ভুবনেশ্বর-ব্যাঙ্গালোর প্রশান্তি
০৮৪৬৪ ব্যাঙ্গালোর-ভুবনেশ্বর স্পেশাল (২৭ সেপ্টেম্বর)
০৮৫০৭ রায়গঢ়-বিশাখাপট্টনম (স্পেশাল ২৭ সেপ্টেম্বর)
০৮৫০৮ বিশাখাপট্টনম-রায়গঢ় স্পেশাল
০৮৫১৭ কোরবা-বিশাখাপট্টনম স্পেশাল
০৮৫১৮ বিশাখাপট্টনম-কোরবা স্পেশাল
০৮৫২১ গুনুপুর-বিশাখাপট্টনম স্পেশাল
০৮৫২২ বিশাখাপট্টনম-গুনুপুর স্পেশাল
০৮৫৭০ বিশাখাপট্টনম-ভুবনেশ্বর স্পেশাল
০৮৫৭১ টাটা-বিশাখাপট্টনম স্পেশাল (২৭ সেপ্টেম্বর)
পাশাপাশি কয়েকটি ট্রেনের রুট এবং সময় পরিবর্তন করে দেয়া হয়েছে।
৪ ঘন্টা দেরিতে ছাড়বে হাওড়া-যশবন্তপুর স্টেশন ট্রেন।
৬ ঘণ্টা দেরিতে ছাড়বে হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনামা স্পেশাল ট্রেন।