খেলা চলাকালীন দেখা যাবে না চিয়ার লিডারদের নাচ, হুকুম তালিবানের

Girls-dance-during-the-game-the-game-can-not-be-seen-The-Taliban-banned-female-visitors

ঈশিতা সাহা: আফগানে তালিবান প্রবেশের পর সর্বপ্রথম সুযোগ-সুবিধা থেকে বাদ পড়েছেন মহিলারা। মেয়েদের রাস্তায় একা বেরোনো এমনকি স্কুলে যাওয়া ও মন্ত্রী সভা পদ থেকেও বাতিল করা হয়েছে তাদের। পাশাপাশি একাধিক ফতোয়া চাপানো হয়েছে মহিলাদের উপর।

বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে মৃত্যু হল ১০ বছরের শিশু

এদিকে শুরু হয়েছে গিয়েছে আইপিএলের সম্প্রচার। পুরুষ সহ প্রচুর মহিলা সমর্থক আসেন আইপিএলের গ্যালারিতে। এবার সেই সম্প্রচারও বন্ধ করল তালিবান। যদিও মেয়েদের খেলা অনেক আগেই নিষিদ্ধ ছিল। কিন্তু মহিলা দর্শক খেলা দেখার অনুমতি পাবে না সেটা অভাবনীয়।আইপিএল গ্যালারিতে চিয়ার লিডার এর নাচ, মহিলা দর্শক ও মহিলা খেলোয়াড়-এসব ভিন দেশে আয়োজিত। সেখানে অবশ্য তালিবানের হুকুম খাটে না। ফলে নিজ দেশেই নিষেধাজ্ঞা খাটিয়ে টিভি চ্যানেলগুলোকে হুমকি দিয়ে জানিয়েছে, যে খেলায় এত মহিলা দর্শক, খেলা চলাকালীন মেয়েরা নাচে, সেই খেলা দেখা যাবে না।

গাইঘাটার সাপের কামড়ে মৃত্যু হল ২৪ বছর যুবকের

তালিবানের এই নিষেধাজ্ঞায় অবসন্ন হয়ে পড়েছেন একাধিক তারকা খেলোয়াড়রা। তালিকায় আছেন আফগানিস্তানে রশিদ খান, মোহাম্মদ নবী, মজিবুর রহমান। আফগান ক্রিকেট বোর্ডের প্রাক্তন মিডিয়া ম্যানেজার এম ইব্রাহিম তুইতো করে বলেন, 'আফগানিস্থানে আইপিএল ২০২১-এর সম্প্রচার নিষিদ্ধ হয়েছে।ওই খেলার সম্প্রচার করা মানে ইসলামের বিরুদ্ধে কাজ করা। এই ভয় থেকেই নিষেধাজ্ঞা জারি হয়েছে।'

Post a Comment

Previous Post Next Post