গণপতি বন্দনায় মাতছে মিশ্র ভাষাভাষীর কাঁকিনাড়া

Ganapati-Vandana-Mata-is-a-mixed-speaking-Kankinara

সার্বভৌম সমাচার : মুম্বাইয়ের পর ব্যারাকপুর শিল্পাঞ্চলের গণেশ পুজোর খ্যাতি সবারই পরিচিত। কিন্তু গত বছর পূর্ণ লকডাউনের কারণে গণপতি আরাধনায় খামতি ছিল বেশখানি। তবে এবছর পুজোর জৌলুস কিছুটা ফিরে এসেছে আধা লকডাউনে এই শিল্পাঞ্চলে। যদিও পুজো উদ্যক্তাদের কাছ থেকে তেমন বায়না মেলেনি মৃৎ শিল্পীদের।

বেআইনি ভাবে মদ বিক্রির অভিযোগে গ্রেফতার মহিলা

শিল্পীদের আক্ষেপ, মাটির তেমন যোগান নেই। অন্যান্য উপকরণের দাম চড়া। প্রতিমা বানিয়ে তেমন দর দিতে পারছেন না পুজো উদ্যক্তরা। ফলে এবছর নম নম করেই গণপতি আরাধনায় মাতবে মিনি ইন্ডিয়া খ্যাত কাঁকিনাড়া।





Post a Comment

Previous Post Next Post