রিয়া গিরি : ভারতবর্ষে এখনো বেশ কয়েকটি জায়গায় কন্যাসন্তানের অবহেলার খবর প্রতিনিয়তই চোখে পড়ে। শিক্ষিত সমাজের মানুষেরা কন্যা সন্তানের জন্মকে অভিশাপ রূপে চোখে দেখে। কন্যাসন্তানের জন্ম দিলে এখনো পর্যন্ত অনেক পরিবারেই গঞ্জনা শুনতে হয় মাকে। তারমধ্যে বেশ কয়েকজন আছে যারা কন্যা সন্তানের জন্মকে লক্ষ্মীর আগমনের থেকে কম কিছু মনে করেন না। ঠিক সেই রকমই একটি উচ্চ চিন্তা ধারার ব্যক্তির খোঁজ পাওয়া গেল ভোপালে। যে কিনা নিজের কন্যা সন্তান হওয়ায় খুশিতে ৫০ হাজার টাকার ফুচকা খাওয়ালেন ফ্রিতে।
অবৈধ সম্পর্ক বাঁচাতে স্বামীকে খুন, উধাও সন্তান
খুব একটা উচ্চশিক্ষিত তাও নয়। অষ্টম শ্রেণি পর্যন্ত পড়েছেন তিনি। পেশায় ফুচকা বিক্রেতা। তিনি নিজের কাজে নজর কাড়লেন সারাবিশ্বে। চলতি বছরে ১৭ আগস্ট তার কন্যা সন্তানের জন্ম হয়। এটি তার দ্বিতীয় সন্তান। সেই সন্তানকে নিয়ে তার স্বপ্ন পূরণ হয়েছে অনেকখানি। বাড়িতে লক্ষ্মীর আগমনে সে বেজায় খুশি। সেই খুশিতে সমস্ত ক্রেতাকে বিনামূল্যে ফুচকা খাওয়ানোর সিদ্ধান্ত নিল।
দুস্থদের জন্য বিনামূল্যের বস্ত্র বাজারের উদ্বোধন হলো বুনিয়াদপুরে
কন্যা সন্তান জন্মের আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য তার দোকানের সমস্ত ক্রেতাকে বিনামূল্যে ফুচকা খাওয়ানোর দিন ঠিক করলেন ওই ব্যক্তি। তিনি বললেন নিজের খুশি সকলের সাথে ভাগ করে নেওয়ার জন্যই এই উদ্যোগ নেওয়া। কন্যা সন্তান বাড়িতে আশায় নিজের স্বপ্ন পূরণ বলে মনে করছি।