ঈশিতা সাহা: বুধবার দিল্লিতে ভোররাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজ্যসভার প্রাক্তন বিজেপি সাংসদ ও প্রবীণ সাংবাদিক চন্দন মিত্র। প্রথমে মৃত্যু সংবাদ জানিয়েছেন পুত্র কুশান মিত্র। তিনি জানান, দীর্ঘ ২ বছর ধরে শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন তিনি। ৬৫ বছর বয়স হয়েছিল তার।
এদিনের মৃত্যুসংবাদ টুইটারে প্রথম শোক প্রকাশ করেন চন্দন মিত্রের বাল্যবন্ধু স্বপন দাসগুপ্ত লেখেন, "আমি আমার প্রিয়তম বন্ধু, পাওনিয়ার পত্রিকার সম্পাদক এবং প্রাক্তন সাংসদ চন্দন মিত্র কে হারালাম।"
সাংবাদিক হিসেবে চন্দন মিত্রের ক্যারিয়ার শুরু হয় দ্য স্টেটসম্যান পত্রিকার সাথে। পরবর্তীতে তিনি যোগদান করেন টাইমস অফ ইন্ডিয়া ও হিন্দুস্তান টাইমসে। অবশেষে ১৯৯৮ সালে পিয়নার পত্রিকার মালিকানা কিনে নেন। চলতি বছরের জুন মাস পর্যন্ত তিনি এই পত্রিকার ম্যানেজিং ডিরেক্টর ও সম্পাদক হিসেবে যুক্ত ছিলেন।ওই মাসের শেষেই তিনি ইস্তফা দেন।
২০০৩ সালে তিনি বিজেপির হয়ে রাজ্যসভায় নির্বাচিত হন। কিন্তু পরবর্তীতে ২০১৮ সালে তিনি তৃণমূলে যোগদান করেন।
মৃত্যুসংবাদে শোকজ্ঞাপন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটারে জানান, শ্রী চন্দন মিত্রর বুদ্ধিমত্তা ও অন্তর্দৃষ্টির জন্য তাকে সবাই মনে রাখবেন। তিনি সংবাদ মাধ্যম জগতের পাশাপাশি রাজনীতির দুনিয়াতেও নিজেকে প্রতিষ্ঠা করেন। তাঁর প্রয়াণে আমরা শোকাহত। তার পরিবার ও অনুরাগীদের সমবেদনা জানাই। ওম শান্তি।