ঈশিতা সাহা : করোনা ঠেকাতে এবার পুজোয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জারি শিলিগুড়ি শহরে। শহরের আকাশে উড়বে ড্রোন। রাস্তায় নামানো হবে বিশেষ মহিলা স্কোয়াড। এমনই পরিকল্পনার কথা জানান মঙ্গলবার শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মা। এদিনের পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে তিনি বলেন, এবারের পুজো গাইডে দর্শনার্থীদের সহায়তার জন্য অ্যাপ করা হবে। ট্রেন ও বাসের সময় অ্যাপ এই থাকবে। কোন সমস্যায় পড়লে ওই অ্যাপের বাটন টিপে পুলিশকে জানাতে হবে।
হেলমেট ও মাক্স পরা পথচারীদের হাতে তুলে দেওয়া হলো পোস্তর প্যাকেট
নিরাপত্তার সাথে কোভিডের বিধি নিষেধ পালনের উপর জোর দেওয়ার কথাও বলা হয়। মাক্স ছাড়া কেউ কোন মন্ডপে লাইনে দাড়াতে পারবেনা। বিসর্জনে সময় ১৫ জনের বেশি লোক থাকবে না। শোভাযাত্রাও বেশ বড় ভাবে করা যাবে না। মন্ডপের ৫০০ মিটার ব্যাসার্ধের কোনো রকমের অনুষ্ঠানের অনুমতি পাওয়া যাবে না। অঞ্জলি ও প্রসাদ বিতরণের সময় হুমরে খাওয়া লোকের ভিড় ঠেকাতে পর্যাপ্ত ভলেন্টিয়ার থাকবে। অঞ্জলীর সময় ভিড় এড়াতে সকলে যাতে বাড়ি থেকেই ফুল নিয়ে আসেন, সে কথাও বলেন পুলিশ কমিশনার।
ONGC GATE 2020 এর মাধ্যমে স্নাতক প্রশিক্ষণার্থী (GTs) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে
এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন পুরসভা প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব সহ দার্জিলিং জেলা শাসক এস পন্নমবালম ও ডিএসপি অমিতাভ মাইতি। পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান বলেন, গতবারের মতো এবারও অনলাইন পুজোর অনুমতির আবেদন করতে হবে। এজন্য পুলিশের হোমপেজ রয়েছে। ২২ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত অনলাইন আবেদন করা যাবে।
উল্লেখ্য,গতবার ৬১৯ এই আবেদন জমা পড়েছিল অনলাইনে। এরমধ্যে অনুমতি দেয়া হয়েছিল ৬১৮ টি পুজো কমিটিকে। অনুমোদিত পুজো কমিটি গুলিকে রাজ্য সরকারের তরফ থেকে ৫০ হাজার টাকা দেওয়া হবে। পুজোর দিনগুলিতে পুরসভার তরফের গোটা শহর সাজিয়ে তোলা হবে।