খোঁজ মিলল ভারতের সবচেয়ে ধনী ভিখারীর


Find-the-richest-beggar-in-India

রিয়া গিরি : খোঁজ মিলল ভারতের সবচেয়ে ধনী ভিখারীর।সর্বভারতীয় সংবাদমাধ্যমের বেশ কয়েকটি রিপোর্টে দাবি করা হয়েছে মুম্বাইয়ের বাসিন্দা ভরত জৈন দেশের ভিখারিদের মধ্যে ধনী। মুম্বাইয়ে তিনি ভিক্ষা করেন এবং তার মাসিক আয় ৭৫ হাজার টাকারও বেশি।


অনেকেই হয়তো অনুমান করছেন সর্বোচ্চ আয় হতে পারে ৫ কিংবা ১০ হাজার। কিন্তু এমনটা নয়।তার পেশা হলো ভিক্ষে করা আর তা দিয়েই তিনি দুটি অ্যাপার্টমেন্ট কিনেছেন। যার একটির দাম ৭০ লক্ষ টাকা। বাবা দুই ভাই স্ত্রী এবং দুই ছেলেকে নিয়ে ভরতের সংসার।ভিক্ষা করা ছাড়া আর তার একটি দোকান আছে ওই দোকানে তিনি ভাড়া দিয়ে মাসে ১০ হাজার টাকা পান।

শুধু ভরত নয়  তালিকায় রয়েছেনএ রাজ্যের  লক্ষ্মী দাস। ১৯৬৪ সাল থেকে তিনি ভিক্ষা শুরু করেন। জীবনের কঠিন পরিস্থিতিতে মাত্র ১৬ বছর বয়সেই তাকে ভিক্ষা করে পেট চালাতে হয়। তিনি জীবনের বেশিরভাগ বছরই ভিক্ষা করেই অর্থ সংগ্রহ করেছেন। এখন লক্ষ্মীর মাসিক আয় ৩০ হাজার টাকা। ভিক্ষা করেই তিনি প্রতিমাসে ৩০ হাজার টাকা ইনকাম করেন।

Post a Comment

Previous Post Next Post