দুই ই-রিক্সা ইউনিয়নের অশান্তি নিয়ে চরম শোরগোল বনগাঁয়, অবরুদ্ধ বাটা মোড়

Extreme-commotion-over-unrest-of-two-e-rickshaw-unions-in-Bangaon-blocked-Bata-turn

সোমনাথ দাস : বনগাঁ স্টেশন চত্বরে নিমতলা ইউনিয়নের টোটো চালকদের টোটো চালাতে দেওয়া হচ্ছে না এই অভিযোগ তুলে আজ সকাল সাড়ে বারোটা নাগাদ বাটার মোড়ে অবরোধ করল নিমতলা ইউনিয়নের টোটো চালকেরা।ফলে ফের প্রকাশ্যে এল বনগাঁর দুই ই-রিক্সা ইউনিয়নের জমে থাকা ক্ষোভ-বিক্ষোভ।

হোটেলের বিল ২৫ লাখ ! মেটাতে না পেরে তিন তারা হোটেলের জানলা দিয়ে পালালেন অতিথি

নিমতলা ইউনিয়নের সদস্যদের  অভিযোগ, আজ সকালে স্টেশনে প্যাসেঞ্জার তুলতে গেলে তাদেরকে প্যাসেঞ্জার তুলতে বাধা দেওয়া হয়। এরপর দুই সংগঠনের পক্ষ থেকে একটি মিটিং হয়। অভিযোগ, যেখানে শ্যামা নামের এক ব্যক্তি বলেন, "তোমাদের জামানা শেষ, এই স্টেশন চত্বরে  তোমাদেরকে টোটো চালাতে দেওয়া যাবে না।"

অন্যদিকে নিমতলা ইরিক্সা ইউনিয়নের পক্ষে বিশ্বজিৎ চক্রবর্তী বলেন, "এটি পুরোপুরি আইএনটিটিইউসি নেতা নারায়ণ ঘোষ এর নেতৃত্বে হচ্ছে। সে আমাদেরকে টোটো চালাতে দিচ্ছে না। সে যে আগে সমাজ বিরোধী ছিল সেটা আবার প্রমাণ করার চেষ্টা করছে।"

পুজোর আগেই উপনির্বাচন সম্পূর্ণ করতে হবে, নির্দেশ নির্বাচন কমিশনের

তবে আইএনটিটিইউসির বনগাঁ স্টেশন শাঁখার পক্ষ থেকে রবিউল ইসলাম বলেন, "ওরা আইএনটিটিইউসি করে এমন কোনো প্রমাণ নেই। ওরা তৃণমূলের দলটাকে কালিমালিপ্ত করার জন্য আজকের এই অবরোধ করেছে। আমাদের আইএনটিটিইউসি নেতা নারায়ণ ঘোষ যেটা বলবেন সেটাই হবে।"

কাবুল বিমানবন্দরে লাইন দিয়ে দাড়িয়ে মেয়েদের বিয়ে দিচ্ছেন আফগান বাবারা

এছাড়া তিনি আরও বলেন, "এর আগে প্রশাসনিক ভাবে একটি  মিটিং হয় সেই মিটিং এ সিদ্ধান্ত হয় নিমতলা ই-রিক্সা ইউনিয়নের একশোটা টোটো প্রতিদিন স্টেশনে যেতে পারে এবং নিয়মানুসারে সেখানে গিয়ে নাম লেখাবে। এছাড়া স্টেশনে যে আইএনটিটিইউসি অন্তর্ভুক্ত টোটো আছে, তারাও ১০০ টোটো বনগাঁ মিউনিসিপ্যালিটির আন্ডারে চালাতে পারবে। কিন্তু অভিযোগ, বনগাঁ স্টেশনের যে টোটো সংগঠন আছে তারা কোন কথাই মানছে না।

গণপতি বন্দনায় মাতছে মিশ্র ভাষাভাষীর কাঁকিনাড়া

সুত্রে খবর, বনগাঁর মতিগঞ্জ টোটো ইউনিয়ন প্রাক্তণ পৌরপ্রশাসক শঙ্কর আঢ্যের ঘনিষ্ঠ এবং বনগাঁ স্টেশনের টোটো ইউনিয়ন আইএনটিটিইউসি নেতা নারায়ণ ঘোষের ঘনিষ্ঠ। তাই অনেকেই অভিযোগ করে বলছেন, যেহেতু এই দুই নেতার আলাদা আলাদা লবি, সেই কারণেই সমস্যার সমাধান হয়েও হচ্ছে না।

Post a Comment

Previous Post Next Post