'সামান্য আদর্শ থাকলেও আর যাই হোক, রাজনীতি নয়'-বেনামেই ক্ষোভ অনুপম রায়ের

 

Even-if-there-is-a-little-ideology-whatever-it-is-it-is-not-politics'-Anupam-Roy-is-annoyed-anonymously

ঈশিতা সাহা: নিজের ফেসবুক একাউন্টে রবিবার দুপুরে বাংলার বিখ্যাত গীতিকার-সুরকার- গায়ক অনুপম রায় একটি পোস্ট করেন। বেনাম পোস্টে তিনি লেখেন,'আদর্শ থাকলে তবেই রাজনীতি। এখন বহুদিন হলো মনে হয় সামান্য আদর্শ থাকলেও আর যাই হোক রাজনীতি নয়।'

পোস্টটি কাউকে উদ্দেশ্য করে না করলেও, কমেন্ট বক্সে নেটিজেনদের মন্তব্যে স্পষ্ট, পোষ্টটি সদ্য বিজেপি বদল কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে কটাক্ষ করেই। পোস্টটি ঘিরে অনুপম রায়কে সমর্থন জানিয়েছেন অনেক নেটিজেনরা।

আবার,'সামান্য আদর্শ থাকলেও রাজনীতি নয়' কথাটি বিপক্ষে একজন লিখেছেন, "বহুলাংশে বহুলাংশে সত্যি হলেও সর্বাংশে নয়। রাজনীতিক মানে আদর্শ হীন এক কথায় সায় নেই। সংখ্যায় নগণ্য হলেও, দূরবীন দিয়ে দেখতে হলেও, এদের সবার সাথে এক গোত্রে ফেলে দেওয়া মনে  হয় একটু অমানবিক।"আবার পক্ষেও আরেকজন লিখেছেন, "এটাই আমিও মানি। একজন আদর্শ সম্পন্ন মানুষ আজকের সময় দাঁড়িয়ে খুব সচেতনভাবেই আর যাই হোক-রাজনৈতিক হতে চাইবেন না।"

Post a Comment

Previous Post Next Post