অতি ভারী বৃষ্টিতে জলমগ্ন জেলা; শুরু হয়েছে আলু মুড়ি আকাল


District-submerged-in-heavy-rains-The-famine-has-started

রিয়া গিরি : পূর্ব মেদিনীপুর জেলায় অতি ভারী বৃষ্টিতে জলমগ্ন হয়েছে অনেক অংশই। সেই পরিস্থিতিতে কালোবাজারি শুরু হয়েছে মুড়ি ও আলু নিয়ে। বন্যা পরিস্থিতি ত্রাণের জন্যে হোক কিংবা বাড়ির নিত্যপ্রয়োজনীয় দরকারর জিনিস বাজারে আকাল দেখা দিচ্ছে সব জিনিসের ই। তার মাঝে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যটি বেশি ব্যবহৃত হয় তারমধ্যে মুড়িও আলুর কালোবাজারি চলছে রমরমা ভাবে। শুধুমাত্র মুড়ি আলু নয় বেবি ফুড থেকে কেরোসিন তেলের জন্যে ওহুও পড়ে গেছে জেলার বাজারগুলিতে।

RCB বনাম KKR ম‍্যাচ: হাসারাঙ্গা RCB লাইন-আপে স্থান পেতে পারে

সূত্রের খবর,এক সপ্তাহের টানা বৃষ্টিপাতের জেরে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের অনেক অঞ্চলগুলি জলের তলায়। সেই পরিস্থিতিতে কেলেঘাই নদীর বাঁধ ভাঙতেই মুড়ি ও আলু কেনার হুড়োহুড়ি পড়ে যায় সাধারণ মানুষদের মধ্যে। ঘটনার সদ্ব্যবহার করতে ব্যবসায়ীরাও বেশি মূল্যে বিক্রি করছেন সামগ্রী গুলি। তবুও নিমেষের মধ্যে বিক্রি হয়ে যাচ্ছে নিত্য প্রয়োজনীয় সামগ্রী গুলি।

১১৫ টি দেশের জল আনা হলো অযোধ্যায়র রাম মন্দিরে

বেশ কয়েক দিন অতি বর্ষণের কারণে বিদ্যুৎহীন হয়ে পড়েছে পূর্ব মেদিনীপুরের পটাশপুর ও ভগবানপুরের গ্রামগুলি। তাই বাজারে কেরোসিন তেল ও মোমবাতির কালোবাজারির শুরু হয়েছে। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে জেলায় বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ১২০ টি ক্যাম্পে রান্না করা হচ্ছে স্থানীয়দের জন্য। জেলাগুলিতে প্রায় ৯ লক্ষ মানুষ বন্যার কারণে আটকে পড়ে আছে। তার মাঝে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর গুলির কালোবাজারি দুশ্চিন্তায় ফেলেছে সাধারন মানুষদের।

Post a Comment

Previous Post Next Post