"হারানো পৃথিবী" থিম নিয়ে ধুপগুড়ির দুর্গোৎসব

Dhupguri-Durga-Festival-with-the-theme-Lost


ঈশিতা সাহা : সারাবছর মুখ চেয়ে থাকা শ্রেষ্ঠ উৎসবে বাকি মাত্র তিন সপ্তাহ। তাই নিয়ে তড়িঘড়ি চলছে রাজ্যের বিভিন্ন পুজো কমিটিতে। আর্থিক টানাপড়ায় মধ্যেও কম বাজেটে বাঁশ পড়েছে প্রত্যেক মণ্ডপে।

আত্মঘাতী প্রেমিক! প্ররোচনা দিয়ে খুনের অভিযোগ উঠল প্রেমিকা সহ পরিবারের বিরুদ্ধে

তবে করোনা পরিস্থিতিতে পৃথিবীর যে আমূল পরিবর্তন ঘটেছে তা নিয়েই থিম রাখতে চলেছে ধুপগুড়ি উত্তরায়ন কালচারাল এন্ড অ্যাথলেটিক্স ক্লাব। থিমের নাম দেওয়া হয়েছে 'হারানো পৃথিবী'। পুজোর আয়োজকেরা জানান, এ বছরে এই নতুনত্ব থিম আগত দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রে থাকবে। কোভিড বিধি মেনে দর্শনার্থীরা এই পূজার প্রাঙ্গণে আসতে পারেন তার জন্য উদ্যোক্তরা প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করেছেন।

RCB- এর বিরুদ্ধে 9 উইকেটে KKR- এর সহজ জয়

এই ক্লাবের পূজোর এবারে ৪৯ বছর পূর্ণ হবে। সকলেরই আশা, 'হারানো পৃথিবী' থিমটি ধুপগুড়ির অন্যান্য বিগ বাজেটের ক্লাবকে টেক্কা দিয়ে শীর্ষে থাকবে। থিমের নামকরণ সম্পর্কে ক্লাব কোষাধ্যক্ষ সৌম্যজিৎ সিনহা জানিয়েছেন, করোনাকালে সবাই সবার প্রিয় জনকে হারিয়েছে। অনেকেরই জীবন-জীবিকা রাতারাতি পাল্টে গিয়েছে। এইসব কিছু মাথায় রেখেই এবারে আমাদের পুজোর থিম 'হারানো পৃথিবী'।

গুরুদায়িত্ব থেকে বঞ্চিত হয়ে, পরের দিন সকালে যা বললেন দিলীপ ঘোষ

জানা গেছে, উত্তর ২৪ পরগনা থেকে শিল্পীরা এই মন্ডপের কারুকার্যে লেগেছেন। আলোকসজ্জা ও প্রতিমা নিবেদন করছেন ধুপগুড়ি শিল্পীরাই। করোনাকালে সেই মহামারী যাতে বেশি না ছড়ায় সেজন্য স্বাস্থ্যবিধি মেনে দর্শনার্থীদের পূজামণ্ডপে প্রবেশ করানো হবে বলে ক্লাব সদস্যরা জানিয়েছেন। মণ্ডপে ঢোকার মুখেই বসানো হবে স্যানিটাইজার মেশিন। সকলে যাতে মাক্স পরে সে নিয়ে প্রচার চালানো হবে গোটা শহরে। মণ্ডপেও মাক্স বিতরণ ব্যবস্থা থাকবে। তবে ধুপগুড়ি শহরের সকলেরই আশা, আট থেকে আশি সকলেরই এবারের পুজোর থিম ভালো লাগবে।


Post a Comment

Previous Post Next Post