গুরুদায়িত্ব থেকে বঞ্চিত হয়ে, পরের দিন সকালে যা বললেন দিলীপ ঘোষ

Deprived-of-serious-responsibility-Dilip-Ghosh-said-the-next-morning


ঈশিতা সাহা: মেয়াদ এখনো ফুরোয়নি। তার আগেই বঙ্গ বিজেপি সভাপতি পদ থেকে অপসারিত হলেন দিলীপ ঘোষ। নিয়োগ করা হয়েছে জাতীয় স্তরের অন্য দায়িত্বে। সোমবার দিল্লির পার্টি অফিস থেকে একটি লিখিত বয়ানে রাজ্য বিজেপি সভাপতি হিসেবে বালুরঘাটের এমপি সুকান্ত মজুমদার এর নাম ঘোষণা করা হয়েছে। যদিও দীর্ঘদিন ধরেই দিলীপ ঘোষ এর পদ পরিবর্তনের বিষয়টি জল্পনা চলছিল অন্দরমহলে। সূত্রে খবর, পুজোর পরেই তারপর পদ পরিবর্তন করা হতো। দিলীপ ঘোষের কার্যকালের মেয়াদ আরো এক বছর তিন মাস বাকি ছিল অবশ্য। কিন্তু তার আগেই গত সোমবার সন্ধ্যায় নতুন রাজ্য সভাপতির নাম ঘোষণা করা হয়েছে বিজেপি তরফ থেকে।

তবে পরিবর্তন হয়নি রোজকার রুটিন। আজ সকালের মর্নিংওয়াকে বেরিয়ে একইভাবে সময় দিলেন সংবাদমাধ্যমকে। বৃষ্টিবিঘ্নিত কারণে আজকের মর্নিং ওয়াক অবশ্য সামান্য দেরিতে। এক সাংবাদিকের প্রশ্নে ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা কি! জানতে চাইলে দিলীপ ঘোষ বলেন, এখানে এমপি আছি। তবে সাধারণ কর্মী হিসাবে থাকবো। যারা আমায় ভাইস-প্রেসিডেন্ট করছেন তারাই ঠিক করবেন আমাকে দেশের কোন কাজে লাগাবেন। এতদিন সভাপতির দায়িত্ব ছিল। রাজ্যজুড়ে ঘুরে কাজ করেছি।

অপসারিত দিলীপ ঘোষকে নিয়ে গতকালই সদ্য তৃণমূলে যুক্ত বাবুল সুপ্রিয় মন্তব্য করে লেখেন,"এটা বলতেই হচ্ছে যে আমার বর্ণপরিচয় টা কিন্তু উনার লাগবে। ভারতীয় নতুন রাজ্য সভাপতি.... মানে কি??আবার ভুল বাংলা!! যাই হোক ভালো থাকুন দিলীপ দা।" বাবুল সুপ্রিয়র এই মন্তব্যে পাল্টা জবাবে দিলীপ ঘোষ জানান, জানিনা উনি কার লেখা পড়েছেন, আমি সর্বভারতীয় সহ-সভাপতি লিখেছি।

Post a Comment

Previous Post Next Post