রিয়া গিরি : PhD, master's ডিগ্রী, কোন কিছুরই কোন দাম নেই, জানালেন তালিবান শিক্ষা মন্ত্রী। এমনকি শিক্ষাগত যোগ্যতারও কোন গুরুত্ব নেই বলে জানালেন মোল্লা মোহাম্মদ হাসান। তালিবান সরকারে শিক্ষার দায়িত্ব গ্রহণ করার পরই মন্ত্রিপরিষদে ঠিক এমন কথাই জানান মোহাম্মদ হাসান।
মধ্যবিত্তের নাকে দম! নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বাড়াল হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড
ইতিমধ্যেই আফগানিস্তানের মন্ত্রিপরিষদ গঠন হয়ে গেছে আর সেই মন্ত্রিপরিষদের শিক্ষা মন্ত্রীর হাইস্কুলেরও ডিগ্রী নেই। কিন্তু তাতে তিনি সহ তালেবান জঙ্গিদের কোন দোষের কিছুই দেখছেন না তিনি। তিনি স্পষ্ট করে জানিয়ে দেন শিক্ষাগত যোগ্যতার কোন গুরুত্ব নেই আফগানিস্থানে। তাই PhD কিংবা মাস্টার্স যেকোনো ডিগ্রীই অকেজো।
চলতি সপ্তাহে ৫ দিন বন্ধ থাকছে ব্যাংক
এছাড়াও সম্প্রতি তালিবানদের স্বঘোষিত মন্ত্রিপরিষদে রয়েছে এমন বহু তালিবান জঙ্গি যাদের মাথার দাম রাষ্ট্র সংঘের তরফ থেকে ধার্য করা হয়েছে। তবুও এই জঙ্গী প্রধান দের নিয়ে সরকার গঠন করা হলো আফগানিস্থানে। সেই মন্ত্রিপরিষদে জায়গা পেয়েছেন ভারতবিরোধী জঙ্গী সংগঠনের চার নেতা।তালিবানের তরফ থেকে জানানো হয়েছে পঞ্চশীল প্রদেশ ইতিমধ্যেই চলে এসেছে তাদের দখলে। কিন্তু ওই প্রদেশের যোদ্ধারা তালেবান জঙ্গিদের শাসন এবং তাদের দাবি মানতে নারাজ।