১ কোটি টাকা জিতলেন বাগদার দেবেন বাবু; সয়ং লটারি এখন পুলিশ হেফাজতে

Deben-Das-win-1-crore-rupees-The-lottery-is-now-in-police-custody

উত্তম সাহা : ভাগ্য পরিবর্তন এর জোরে ছয় টাকার লটারি জীবন বদলে দিল উত্তর ২৪ পরগণা জেলার বাগদার ট্রাংকি পাড়ার বাসিন্দা দেবেন দাসের। সামান্য ঝুড়ি বুনে সংসার চালান দেবেন বাবু।

মহিলাদের প্রবেশ নিষেধ জারি করল কাবুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

নিজের ভাগ্য পরিবর্তন এর চেষ্টায় নিত্য দিনের মতোই লটারী কাটতেন তিনি। কিন্তু সেই ৬ টাকার লটারীতে যে ১ কোটি টাকা পাওয়া যাবে ভাবতেও পারেনি তিনি।

 জল জমা সড়কে যাত্রীসহ তলিয়ে গেল বাস

বৃহস্পতিবার নাগাল্যান্ড রাজ্য লটারির ডিয়ার লটারির টিকিট কেনেন দেবেন বাবু। আজই সন্ধ্যায় তার ফলাফল ঘোষণা হয়। ফলাফলের সাথে নিজের লটারির নাম্বার মেলাতেই অবাক হয়ে পরেন তিনি।

আচমকাই দুষ্কৃতীর গুলিতে স্তব্ধ বনগাঁ সুভাষ পল্লী এলাকা

দেবেন বাবুর কথায়, 'ভগবান মুখ তুলে চেয়েছেন।' ১ কোটি টাকা জেতার কথা জানা জানি হতেই আগে ভাগেই বাগদা থানায় হাজির হন দেবেন বাবু। সুত্রে জানা গেছে, ১ কোটি টাকার লটারি বাগদা থানা হেফাজতে আছে।

Deben-Das-win-1-crore-rupees-The-lottery-is-now-in-police-custody

Deben-Das-win-1-crore-rupees-The-lottery-is-now-in-police-custody

Deben-Das-win-1-crore-rupees-The-lottery-is-now-in-police-custody

Deben-Das-win-1-crore-rupees-The-lottery-is-now-in-police-custody


Post a Comment

Previous Post Next Post