রাজ্যে ফের ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'গুলাব'


Cyclone-Rose-is-coming-to-the-state-again

রিয়া গিরি : ইতিমধ্যে নিম্নচাপের জেরে পশ্চিমবঙ্গে বেশ কয়েকটি জায়গায় বন্যা দেখা দিয়েছে। বন্যার জল নামতে  না নামতে ফের রাজ্যের উপর আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় গুলাব।আলিপুর আবহাওয়া দপ্তর থেকে ইতিমধ্যে শুরু হয়েছে বৈঠক এবং প্রশাসনের তরফ থেকে NDRF এর ২২ টিম মোতায়েন করা হয়েছে।

অবৈধ সম্পর্ক বাঁচাতে স্বামীকে খুন, উধাও সন্তান

আগামী ১২ ঘন্টার মধ্যেই তীব্র ঝড় ঝঞ্ঝার শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে রাজ্যে। আবহাওয়া দপ্তর সূত্রে বলা হয়েছে এই ঝড়ের গতি বেগ হতে পারে প্রতি ঘন্টায় ১২ কিলো মিটার। পশ্চিমবঙ্গ হয়ে এই ঝড় অন্ধপ্রদেশের উত্তর দিক হয়ে দক্ষিণে উড়িষ্যায় আছড়ে পড়বে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে। 

তিনবার বিদেশ সফরে ব্যর্থ মুখ্যমন্ত্রী! রোম সফরেও অনুমতি দিলেন না বিদেশ মন্ত্রক

কলকাতার উপর এই ঝড়ের প্রভাব বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। সে কারণেই লালবাজার এলাকায় মোতায়েন করা হয়েছে নিরাপত্তা টিম। বাজার কন্ট্রোলরুম গড়ে তোলা হয়েছে 'ইউনিফাইড কমান্ড সেন্টার'হিসেবে।গঙ্গাবক্ষে এবং সমুদ্র তীরবর্তী এলাকায় নজরদারি চালানো হচ্ছে এবং নৌকা এবং নদীবক্ষে দাঁড়িয়ে থাকা জলযান গুলি সরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে।

Post a Comment

Previous Post Next Post