রিয়া গিরি : করোণায় কমে যাচ্ছে মানুষের গড় আয়ু। অক্সফোর্ডের গবেষণায় এমনই তথ্য প্রমাণ করলেন বিজ্ঞানীরা। বিশ্বে মারন ভাইরাসের থাবায় প্রাণ হারিয়েছে প্রায় ৪৭ লক্ষের বেশি মানুষ এবং আক্রান্ত হয়েছেন ২৫ কোটিরও বেশি মানুষ। সেই সমীক্ষা করতে গিয়ে বৈজ্ঞানিকরা বের করলেন এক নতুন তথ্য। যাতে প্রমাণ হয়েছে করোণাতে আয়ু কমে যাচ্ছে মানুষের।
পর পর দুইদিন বজ্রপাত সহ ভারী বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ
বিশেষজ্ঞরা বলছেন এটা স্পষ্ট যে মানব সমাজের ওপর কতটা প্রাণঘাতী রূপে আছড়ে পড়েছে কোভিড ১৯। ডক্টর রিধি কাশ্যপ বলেন করোনাভাইরাস শুধুমাত্র মানব দেহের ওপর প্রতিক্রিয়া করছে না তার প্রভাব পড়ছে মানুষের গড় আয়ুতে ও।
দুস্থদের জন্য বিনামূল্যের বস্ত্র বাজারের উদ্বোধন হলো বুনিয়াদপুরে
এপিডেমিওলজির আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে করোনাভাইরাস কমিয়ে দিচ্ছে মানুষের গড় আয়ুর পরিমাণ। সবচেয়ে বেশি প্রভাব পড়ছে পুরুষদের ওপর। পরীক্ষায় দেখা গেছে মার্কিন পুরুষদের গড় আয়ুর প্রায় ২ বছরেরও বেশি কমে গেছে করোনাভাইরাস এর জন্য। মহিলাদের আয়ু কম আর হারু রীতিমতো উদ্বেগজনক। করোণাতে মৃত্যু সংখ্যা যেভাবে বাড়ছে তার সাথে পাল্লা দিয়ে কমে যাচ্ছে মানুষের গড় আয়ু।