ঈশিতা সাহা: ফের করোনার হদিশ মিলল চিড়িয়াখানায় প্রাণীর শরীরে। মার্কিন মুলুকের আটলান্টা চিড়িয়াখানায় প্রায় ১৩ টির মত গরিলার দেহে ধরা পড়েছে এই মারন ভাইরাস। উপস্থিত ২০ টির মধ্যে ১৩টি গরিলার রিপোর্টই পজিটিভ।কর্তৃপক্ষের ধারণা, গরিলার দেখভালের জন্য যে কর্মীকে নিয়োগ করা হয়েছিল তার থেকেই এই সংক্রমণ। যদিও ওই কর্মীকে দ্রুত দুটি ডোজের টিকা দেওয়া হয়েছে।
Work-From-Home ভাঙতে চলেছে সংসার; স্বামীকে অফিসে ডাকার অনুরোধে চিঠি বসকে
চিড়িয়াখানা কর্তৃপক্ষ থেকে খবর, শুক্রবার চিড়িয়াখানা এক কর্মী একটি গরিলাকে কাশতে দেখেন। পাশাপাশি সর্দিরও উপসর্গ দেখা দিচ্ছিল।এরপর খাবারে অনিহা দেখা দিলে কোভিডের টেস্ট করানো হয় তাকে। তাতেই রিপোর্টে পজেটিভ ধরা পড়ে। অন্য আরেকটি ল্যাবেও ওই নমুনার পরীক্ষা করা হচ্ছে। ওই সংক্রমিত গরিলার পাশাপাশি আরও কুড়িটি গরিলার টেস্ট করানো হয়। ফলে মোট ১৩ টি গরিলার রিপোর্ট পজিটিভ আসে। তাদের মধ্যে রয়েছে সবচেয়ে বয়স্ক ৬০ বছরের একটি গরিলাও।
ব্যবসা উঠেছে লাটে! রাজ্যজুড়ে এদিনে ধর্মঘটের ডাক ডেকোরেটর সমিতির
তাই প্রশ্ন উঠেছে, প্রাণীর দেহ থেকে মানুষের দেহে করোনা সংক্রমনের আশঙ্কা নিয়ে! বিশেষজ্ঞরা জানান, গরিলারা পরস্পরের কাছে থাকার জন্য এই সংক্রমণ হয়েছে। তবে এখনো পর্যন্ত প্রাণীর দেহ থেকে মানুষ দেহে করোণা সংক্রমিত হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। উল্লেখ্য, জানুয়ারি মাসে সান দিয়েগো চিড়িয়াখানায় মোট ৮ টি গরিলার দেহে করোনার উপসর্গের দেখা মিলেছিল।পরে তারা সকলেই সুস্থ হয়ে ওঠে।