ঈশিতা সাহা: গতবছরের দাপট আজও কমেনি। শিক্ষাক্ষেত্র হোক আর কর্মক্ষেত্র সর্বত্রই কমবেশি করোনার ছাপ। সেই ছাপই লিপিতে প্রকাশ পাবে এবার রাজ্যের সিলেবাসে।
কুমোরটুলিতে জোর কদমে চলছে প্রতিমা তৈরির কাজ
চলতি শিক্ষাবর্ষ থেকেই একাদশ শ্রেণির পাঠ্যক্রম এর যুক্ত হবে করোনা মহামারী কথা। সিলেবাসে শিক্ষা ও স্বাস্থ্য বিভাগে কোভিড সংক্রান্ত তথ্য দেওয়া থাকবে। মূলত করোনাভাইরাস-এর বিবরণ, কবে, কোথায় প্রথম এর উৎপত্তি হয়েছিল। পাশাপাশি প্রতিরক্ষামূলক ব্যবস্থার পাঠও দেওয়া থাকবে। স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর, চলতি শিক্ষাবর্ষে শুধু একাদশ শ্রেণিতেই এই পাঠ দেওয়া হবে। তবে আগামী শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ শ্রেণি ছাত্র-ছাত্রীরা নিজেদের সিলেবাসে নোভেল করোনা ভাইরাস সম্পর্কে বিস্তারিত জানতে পারবে।
কেবিসির মঞ্চে মহুয়া মৈত্র, ধন্যবাদ জানালেন বিগ বিকে
স্কুল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে স্বাগতম জানিয়েছে, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর কাজল কৃষ্ণ বনিক। এছাড়াও যাদবপুর বিদ্যাপীঠ এর প্রধান শিক্ষক পরিমল মন্ডল সিলেবাসের এই বিষয়টিকে প্রশংসনীয় বলে উল্লেখ করেছেন। করোনা ভাইরাস কি এতে কি ক্ষতি হয় তা জানা আবশ্যক বলে মনে করেছেন উপর মহল। এবার তার স্থান হবে বাংলার পাঠক্রমেও। জানা যাচ্ছে, শুধু করোনা নয়, চলতি সময়ে ম্যালেরিয়া সহ অন্যান্য যে নতুন ভাইরাসের খোঁজ মিলেছে, সেগুলো সম্পর্কেও ছাত্র-ছাত্রীদের পাঠ দেওয়া হবে।