রিয়া গিরি : মৃত ব্যাক্তির ফোনে দ্বিতীয় ডোজ সম্পূর্ণ মেসেজ কে ঘিরে চাঞ্চল্য ছড়ালো গুজরাটের পালন পুর টাউনে। পরিবার কর্তৃপক্ষের দাবি তিন মাস আগেই মুকেশ মারা গিয়েছে। মৃত ব্যক্তি কি করে ভ্যাকসিন নিতে পারে প্রশ্ন তুলছেন পরিবার।
বিয়ের মঞ্চে কনেকে চুমু খেতেই অজ্ঞান বর
মুকেশের ফোনে একদিন আচমকাই 'আপনার করোণা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ সম্পূর্ণ হয়েছে'মেসেজটি আসে। যা দেখে রীতিমতো পরিবারের সদস্যরা চমকে ওঠেন। বিষয়টি নিয়ে চাঞ্চল্য শুরু হলে আধিকারিকরা সাফাই দেন, ভুল করেই ওই মেসেজ চলে গিয়েছে।স্থানীয় টিকাকরণ আধিকারিক ডক্টর জিগ্নেশ হারিয়ানি বলেন নাম ও অন্যান্য তথ্য নথিভুক্ত করার সময় দায়িত্বপ্রাপ্ত কর্মী ভুল করে আসল টিকা প্রাপক এর পরিবর্তে মৃত ব্যক্তির মোবাইল নম্বর লিখে ফেলেছিলেন তাই মৃত ব্যক্তির নামে মেসেজটি পাঠানো হয়েছে।
রাস্তায় ক্যাটওয়াক করেই প্রতিবাদ জানালো মহিলারা
বিষয়টি জানাজানি হওয়ার পর চাঞ্চল্য সৃষ্টি হলে টিকাকরণ শিবিরে কর্মরত ওই কর্মীকে সাসপেন্ড করা হয়েছে বলে জানিয়েছেন টিকাকরণ আধিকারিক। ভ্যাকসিন সংকট এবং করোনার দ্রুত বৃদ্ধিতে এমন ঘটনা সাধারন মানুষদের মধ্যে স্বাস্থ্য সেবকদের প্রতি অনাস্থার সৃষ্টি হয়েছে।