ঈশিতা সাহা : ভাইরাসের সংক্রমণ প্রথম ছড়িয়েছি কোথা থেকে তা নিয়ে তদন্তে নেমেছে চীনা বিজ্ঞানীরা। ইতিমধ্যে ভাইরাসের উৎস নিয়েও একটি গবেষণাপত্র প্রকাশ করেছেন তাঁরা। 'মডেল হাইব্রিড ড্রিভেন মেথড' নামে একটি পদ্ধতির মাধ্যমে তথ্য থেকে বিজ্ঞানীদের দাবি, ভাইরাস সংক্রমনের দিনক্ষণ নিরীক্ষা করে দেখা গিয়েছে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনা সংক্রমণ ঘটতে শুরু করেছিল চীনে। কিন্তু আমেরিকায় ওই বছরেই সেপ্টেম্বর মাসে ভাইরাসের লক্ষণ মিলেছিল।যার ফলে চীনের আগে আমেরিকাতে এই মারন ভাইরাস এসেছিল।
অবশ্য করোনা সংক্রমনের কথা আমরা জানতে পারি ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহর থেকেই। এই নিয়ে আমেরিকা সহ বিশ্বের বহু দেশ চীনের দিকে আঙ্গুল তুলেছিল। একটি ভাইরাসের কারণে মৃত্যুর কোলে ঢলে পড়ে ছিল কোটি সংখ্যক মানুষ। সরকারিভাবে চীনের পক্ষ থেকে বিশ্ব সংস্থা হুকে জানানো হয়েছিল, ২০১৯ সালের ৩১ ডিসেম্বর প্রথম সংক্রমণ ধরা পড়েছে সে দেশে। কিন্তু এবারে চিনা রিপোর্টে বলা হয়েছে, সঠিক পরীক্ষার অভাবে আমেরিকায় প্রথমদিকে ভাইরাস সংক্রমণ সঠিক ভাবে ধরা পারেনি। চীনা গবেষণামূলক রিপোর্টে দাবি -"চীনে রোহানের বহু আগেই আমেরিকায় ছড়িয়ে ছিল সার্স-কোভ ২"।
এদিকে তথ্য প্রকাশের পর আমেরিকা জানিয়েছে,২০২০-র ২০ জানুয়ারিতে প্রথম সংক্রমণ ধরা পড়েছিল তাদের দেশে। তবে চিনা বিজ্ঞানীরা জানান, মেরিল্যান্ডে আমেরিকার সেনা ছাউনি ফর্ট ডেট্রিকে অনেক আগেই প্রথম এই ভাইরাসের সংক্রমণ ঘটে ছিল। সেনা ছাউনির গবেষণাগার থেকেই এই ভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে বলে দাবি করেছেন চীনা বিদেশ মন্ত্রক।