অম্লিতা দাস : পুজোর পরেই ছাত্র-ছাত্রীরা ফিরবে ক্যাম্পাসে। প্রায় দেড় বছর পর বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোর পঠন পাঠন আবার অফলাইনে শুরু করতে চলেছেন রাজ্য। তবে তার আগে ছাত্র ছাত্রীদের ভ্যাকসিন দেওয়া একান্তই জরূরী। পুজোর আগেই সেই কাজেই এগোচ্ছেন রাজ্য।
সানরাইজার্স হায়দ্রাবাদকে আট উইকেটে হারিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করল দিল্লি ক্যাপিটালস
পরিস্থিতি স্বাভাবিক হলে পুজো শেষেই খুলবে কলেজ ও বিশ্ববিদ্যালয়। পুজোর পরেই প্রাথমিক বিদ্যালয় ও নবম,দশম শ্রেণীর পঠন পাঠন অফলাইনে শুরু হতে চলেছে। বুধবার স্বাস্থ্য দপ্তরের এক নির্দেশিকা নিয়েই শুরু হয়েছে জল্পনা। পুজোর আগেই পড়ুয়াদের ভ্যাকসিনের নির্দেশ মিলেছে তাতে।
ভেঙে পড়েছে রাস্তার দু-ধার! গ্রামের শুনলেই ছেলেমেয়েদের কেউ বিয়ে দিতে চান না
এই নির্দেশিকা পাঠানো হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় সহ একাধিক বিশ্ববিদ্যালয়ে। নির্দেশিকা সূত্রে খবর, পুজো শেষেই অফলাইনে কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলার সম্ভবনা স্বাস্থ্য দপ্তরের। আর তার জন্যই বিশ্ববিদ্যালয়গুলিকে দ্রুত পড়ুয়াদের ভ্যাকসিন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নবান্ন সূত্রে খবর, বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসেই দেওয়া হবে ভ্যাকসিন। যদি ক্যাম্পাসে যথেষ্ট মাত্রায় পরিকাঠামো না থাকে তাহলে নিকটবর্তী স্বাস্থ্য ভবনে সেই ব্যবস্থা নেওয়া যেতে পারে। এই বিষয় বিস্তারিতভাবে আলোচনায় বসবে বিশ্ববিদ্যালয়ের স্টেক হোল্ডারের সাথে মুখ্য স্বাস্থ্য আধিকারিকরা। স্বাস্থ্য দপ্তরের নির্দেশ অনুযায়ী টিকাকরনের যাবতীয় কাজ করবেন স্বাস্থ্যকর্মীরাই।
বিদ্যুৎ সংযোগ বন্ধ করে পঞ্চায়েত সদস্যার দাদাগিরি
ইতিমধ্যেই যাদবপুর বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের ভ্যাকসিন দেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে। আগেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু পড়ুয়া তা নিয়ে আন্দোলন করেছিল। অবশেষে তাদের আন্দোলন সফলতা পেল।