অজানা জ্বরে আক্রান্ত শিশুরা ঠাই পাছে ওয়ার্ডের মেঝেতে!

Children-suffering-from-unknown-fever-can-not-find-a-place-on-the floor-of-the-ward!


ঈশিতা সাহা: উপসর্গ সর্দি-কাশি-বমি, প্রায় প্রত্যেক শিশুর একই লক্ষণ। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি পর এখন শিশুদের মধ্যে জ্বরের প্রকোপ বাড়ছে শিলিগুড়িতে। কিন্তু এত সংখ্যাক শিশুর চিকিৎসায় পর্যাপ্ত বেড কোথায়! সেজন্য ওয়ার্ডের মেঝেতে গদি পেতে তার ওপর কাপড় দিয়ে রাখা হচ্ছে শিশুদের।

আইফোন কেনার দুদিনের মধ্যে বিস্ফোরণ ঘটল পকেটেই

বর্তমানে এমনই পরিস্থিতি শিলিগুড়ি জেলা হাসপাতালে। গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা দ্বিগুন বেড়েছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর।শহর সংলগ্ন এলাকা থেকে অনেকে জ্বরাক্রান্ত সন্তানকে নিয়ে চিকিৎসা করতে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে আসছে। কিন্তু হাসপাতালে নেই পর্যাপ্ত বেড ফলে বাধ্য হয়ে মেঝেতেই রেখে চিকিৎসা হচ্ছে। অভিযোগ, শিশু বিভাগের বাইরে মেডিকেল বর্জ্যের পাশেই রাখা হচ্ছে শিশুদের। ফলে নোংরা পরিবেশে শিশুদের মধ্যে সংক্রমনের  আশঙ্কাও বাড়ছে।

নিখোঁজ ব্যবসায়ীর ঝুলন্ত দেহ উদ্ধার

বিষয়টি নিয়ে বুধবার ডিপুটি সিএম ওএইচ তুলসী প্রামানিক জেলা হাসপাতালে কর্তাদের সঙ্গে বৈঠক করেন। সূত্রের খবর, ইনকাম হবে যেকোনো পরিস্থিতির জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে পর্যাপ্ত প্রস্তুতি নিতে বলা হয়েছে এদিনে বৈঠকে। পাশাপাশি যেকোনো শিশুর অবস্থার অবনতি হয়ে থাকলে তৎক্ষণাৎ তাকে মেডিকেল কলেজে পাঠানোর ব্যবস্থা নিতে বলা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post