ঈশিতা সাহা : বৃহস্পতিবার, মাঝরাতে পার্কস্ট্রিটের ফুটপাত থেকে উধাও হলো এক শিশু। ঘটনায় শুক্রবার রাত পর্যন্ত খোঁজ চালায় পুলিশ। সূত্রে খবর, শিশুটির তদন্তে ঘটনাস্থলের পাশাপাশি এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তবে স্পষ্ট ধারণা না পাওয়ার কারণে এখনো কাউকে গ্রেফতার করেনি পুলিশ।
জাতীয় সড়ক পথে ছড়িয়ে রয়েছে শত শত কন্ডম, খতিয়ে দেখছে প্রশাসন
পুলিশ সূত্রে খবর, নিখোঁজ শিশুটির বাবার নাম মোহাম্মদ আফতাব। মা সাকিনা বেগম। একসময় তারা মির্জা গালিব স্ট্রীটের ফুটপাতে থাকতেন। এরপর তাদের একটি ছেলে হওয়ার পরে তারা সেই এলাকা থেকে চলে এসে ধাপা এলাকায় একটি বস্তির ঘরে থাকতে শুরু করে। সাকিনা জানিয়েছেন, তারা স্থান বদল করলেও তাদের মা রাশিদা বেগম মির্জা গালিব স্ট্রীটেই থাকেন।
খাল পথে গরু পারাপার করতে গিয়ে তলিয়ে গেলেন বৃদ্ধ
জিজ্ঞাসাবাদে জানা যায়, ছেলেকে প্রতিষেধক দেওয়ার জন্য বুধবার ওই দম্পতি মায়ের ওখানে আসেন। সেদিন রাত হয়ে যাওয়ার কারণে আফতাবের কথায় তারা রাতে ফুটপাতেই থেকে যান। সাকিনা বলেন,"বুধবার রাত হয়ে যাওয়ায় স্বামী বলেন, রাতটা ফুটপাতেই কাটিয়ে দিই। পরদিন সকালে চলে যাব। কিন্তু ওই রাতেই আমার ছেলে চুরি হয়ে যায়"। এদিকে আফতাবের অভিযোগ, "পুলিশ সেভাবে প্রথম দিকে তদন্ত করতে চায়নি। উল্টো আমাদেরই দোষী প্রমাণ করার চেষ্টা হচ্ছে।"
ডিগ্রীর কোন ভ্যালু নেই; জানিয়ে দিলো তালিবান শিক্ষা মন্ত্রী
ক্যামেরা ফুটেজ তদন্তে এক পুলিশ আধিকারিক বলেন, "একটি সিসি ক্যামেরার ফুটেজ এক ব্যক্তি কে দেখা গিয়েছে, যিনি ওই রাতে একটি শিশুকে কোলে নিয়ে হেঁটে আসছেন, কিন্তু তিনি কে-কার সাহায্য নিয়ে এই কাজ করলেন-সেসব খতিয়ে দেখছে পুলিশ। ওই দম্পতির মধ্যে কেউ শিশুটিকে বিক্রি করে দিতে চাইছে কিনা, তাও তদন্তের মাধ্যমে জানা যাবে"।