ঈশিতা সাহা: রোমের একটি অনুষ্ঠানে শান্তি সম্মেলনে অংশগ্রহণের কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাযয়ের। সেই মতে ৩০ সেপ্টেম্বর ভবানীপুরের উপনির্বাচন এবং ৩ অক্টোবর ফল প্রকাশের পর ৬ অক্টবর বিদেশ সফরে উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। প্রস্তুতি প্রায় সবই শেষ। শুধুমাত্র অপেক্ষা ছিল বিদেশ মন্ত্রকের অনুমতির। কিন্তু সূত্রে খবর, মুখ্যমন্ত্রী পদের সঙ্গে অনুষ্ঠান সামঞ্জস্যপূর্ন নয়, বিদেশ মন্ত্রকের এই যুক্তিতে বাতিল করে দেওয়া হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর। শুক্রবার বিদেশ মন্ত্রকের এক যুগ্মসচিবের তার চিঠিতে জানিয়েছেন, ইতালির ওই অনুষ্ঠানে অংশগ্রহণ একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্য যুক্তি যোগ্য নয়।
অবশ্য এর আগেও মুখ্যমন্ত্রীর চীন সফর ও শিকাগো সফর বাতিল করা হয়েছিল। সেই বারেও বিদেশমন্ত্রকের অনুমতি পাইনি মুখ্যমন্ত্রী। ঘটনাটি নিয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন,"বিষয়টি অত্যন্ত লজ্জাজনক। এটি নেতিবাচক সিদ্ধান্ত। কেন্দ্রের অনুমতি দেওয়াটা শুধুমাত্র ফর্মালিটি। এর আগেও মোদির বিদেশমন্ত্রক শিকাগো যাওয়ার অনুমতি দেননি। এই কাজের নিন্দা করছি।"
ইতালির সংস্থার এই অনুষ্ঠানটি মূলত শান্তি সম্মেলনে। সেখানে অংশগ্রহণে মূলত সব ধর্মেরই প্রতিনিধিরাই আমন্ত্রণ পেয়েছেন। বাংলার হয়ে আমন্ত্রিত হন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ নেওয়ার কথাও দিয়েছিলেন মমতা। কিন্তু বিদেশ মন্ত্রকের ফের আপত্তিতে রাজনৈতিক মহলে তরজা তুঙ্গে উঠেছে।