এবার পুরোনো ছবি পাল্টে ফেলুন নিজের আধার কার্ড থেকে

Change-the-old-picture-from-your-Aadhaar-card

অম্লিতা দাস : নিজের পরিচয়পত্র প্রযোজ্য আধার কার্ড। সব জায়গায় এখন তা খুব দরকারি একটি জিনিস। আধার কার্ড করা শুরু হয়েছিল তাও বেশ কয়েক বছর আগে। এর মধ্যে অনেকেরই মুখমণ্ডলী বদলেছে, চেহারা পাল্টেছে। তাই এখন যদি সেই পরিচয়পত্রের ছবি পাল্টাতে চান, তাহলে কি করতে হবে?

দুটি টিকা নিলে তবেই মিলবে মদ, কড়া নির্দেশ প্রশাসনের

মোবাইলে ইন্টারনেট এর পঁচিশ টাকার বদলেই পাল্টে ফেলা যাবে আধার কার্ডের ছবি। 

প্রথমে, আধার এনরোলমেন্ট ফর্ম ডাউনলোড করে ফেলুন ইউআইডিএআই ওয়েবসাইট থেকে। 

তারপর, ফর্মটা তথ্য দিয়ে ভোরে ফেলুন।

পরবর্তীতে, যোগাযোগ করুন অর্থাৎ চলে যান স্থানীয় আধার নথিভুক্তিকরণ কেন্দ্রে।

উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল তৃণমূল, জেনে নিন কোন কেন্দ্রে দাঁড়াচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

সেখানে ফর্মটি জমা করুন। তখনই আপনার বায়োমেট্রিক ভেরিফিকেশন হবে। সেই কেন্দ্রেই আপনার নতুন ছবি তোলা হবে। কেন্দ্রে আপনায় পঁচিশ টাকা দিতে হবে। এর পরে আপনাকে আপডেট রিকোয়েস্ট নাম্বার (ইউআরএন) সহ একটি রসিদ দেওয়া হবে। এর মাধ্যমে আপনি ছবি আপডেটের বিষয়টি দেখতে পারবেন। পরবর্তীতে ফর্মে ছবি পাল্টে গেলে ডাউনলোড করে নিতে পারবেন পোর্টাল থেকেই। এভাবেই পেয়ে যাবেন নতুন ছবি সহ আপনার আধার কার্ড।

Post a Comment

Previous Post Next Post