সার্বভৌম সমাচার : ব্যারাকপুর থেকে সোদপুর পর্যন্ত সাইকেল মিছিল এর মাধ্যমে ৩২ তম পথ নিরাপত্তা সপ্তাহ পালন করলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগ। সোমবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক এর মোট ৬০ জন প্রতিনিধি সাইকেল মিছিলের মধ্যে দিয়ে সচেতনতা বার্তা দিলেন সাধারণ মানুষের উদ্দেশ্যে। এদিন ব্যারাকপুর সিভিক ভলেন্টিয়ার কর্মীরা সচেতনতা মূলক প্ল্যাকার্ড সহকারে এই সাইকেল মিছিলে অংশ নেয়।
বিয়ের মঞ্চে কনেকে চুমু খেতেই অজ্ঞান বর
পথ নিরাপত্তা সপ্তাহ পালনের উদ্যেশ্যে সাইকেল মিছিল সম্পর্কে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের টি আই দেবব্রত দুবে জানান, "বিগত বছর গুলোর তুলনায় যেভাবে দুর্ঘটনার সংখ্যা কমেছে, ব্যারাকপুর পুলিশ কমিশনারেট অঞ্চলজুড়ে তাতে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প সেফ ড্রাইভ সেভ লাইফ বাস্তবে সার্থকতা পেয়েছে।"