অম্লিতা দাস: উত্তরবঙ্গ সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার শিলিগুড়ি যাওয়ার কথা হলেও ভোটের কারণে সবই বাতিল এখন।
আগামী ৩০শে সেপ্টেম্বর ভবানীপুর উপনির্বাচন। ভবানীপুর ভোটের দিন ও সময় ঠিক হওয়ার সাথে সাথেই উত্তরবঙ্গের সফর বাতিল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৫ই সেপ্টেম্বর থেকে ৯ই সেপ্টেম্বর পর্যন্ত উত্তরবঙ্গ সফরের কথা ছিল তাঁর। সেখানে পাঁচটি জেলাকে নিয়ে প্রশাসনিক বৈঠকের কথাও ছিল তাঁর। প্রসঙ্গত, ভবানীপুর কেন্দ্রে মুখ্যমন্ত্রী নিজেই প্রার্থী হওয়ার কারণে এই সফর বন্ধ রাখলেন তিনি।
ভবানীপুরে ভোটের দিনক্ষণ নির্ধারণ হওয়ার সাথেই উচ্ছাস ছড়িয়ে পড়ে এলাকায়। ভবানীপুর নিজের মেয়েকেই চায় স্লোগানে প্রচার ছড়াতে থাকে তৃণমূল কর্মী। বিধানসভা ভোটে নন্দীগ্রামে পরাজয়ের পর শপথ নেন মুখ্যমন্ত্রী। ছয় মাসের মধ্যেই জিতে আসতে হবে কোনো এক আসনে। এবার সময় যথেষ্ট কম। এর মধ্যে ভবানীপুরে আসন জিতে নেওয়াই নিরাপদ বলে মনে করছেন তৃণমূল কর্মীরা। এখন সেদিকেই নিশ্চিত হতে চান ঘাসফুল।