ঈশিতা সাহা: করোনা সংক্রমণ ঠেকাতে রাজ্যজুড়ে বিধিনিষেধ সর্বত্র। সে দিক থেকে শুরুতে অনুষ্ঠান পার্বণে ছিল নিষেধাজ্ঞা। কিন্তু পরবর্তীতে পরিস্থিতি সামালে ৫০ জনের আয়োজনে অনুমতি মিলেছে। সেই বিধি মেনে ৫০ জনের মধ্যেই সীমাবদ্ধ রেখে করা হচ্ছে বিভিন্ন অনুষ্ঠান। কিন্তু এই আয়োজনের ভিত্তিতে ব্যবসায় মন্দার রেশ কাটিয়ে উঠতে পারেনি ডেকোরেটর সমিতি।
কুমোরটুলিতে জোর কদমে চলছে প্রতিমা তৈরির কাজ
গতবছর করোণার প্রভাব অতিরিক্ত হওয়ার কারণে বাদ পড়েছিল বিয়ে সহ সমস্ত অনুষ্ঠান। এরপর পরিস্থিতি নজরে রেখে বিধি নিষেধ মেনে ৫০ জন মিলে অনুষ্ঠানের আয়োজন হয়। কিন্তু তাতে ক্ষিপ্ত ডেকোরেটর ব্যবসায়ীরা। এ কারণেই আগামী ২০ সেপ্টেম্বর রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ডেকোরেটর ব্যবসায়ী সমন্বয় সমিতি। পাশাপাশি সংগঠনের তরফ থেকে রাজ্য সরকারের কাছে কিছু দাবিও জানানো হয়েছে বলে জানা যায়।
খাল পথে গরু পারাপার করতে গিয়ে তলিয়ে গেলেন বৃদ্ধ
ডেকোরেটর অ্যাসোসিয়েশনের দাবি, করোনার বিধিনিষেধ অনুযায়ী ৫০ জনের অনুষ্ঠান বাড়িতে ১৫০ জন অতিথির ছাড়পত্র দিতে হবে। স্বল্প সুদে অনুদান ভিত্তিক ঋণ দেওয়ার আর্জিও জানানো হয়েছে। এছাড়াও সরকারের ১৮ শতাংশের তুলনায় কম জিএসটি তে ব্যবসার অনুমতি দিতে হবে। মূলত এই সমস্ত দাবি-দাওয়ার ভিত্তিতে আগামী ২০ সেপ্টেম্বর রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক পড়েছে বলে জানা যায়।