রিয়া গিরি : করোনা পরিস্থিতিতে অনেকেই সমাজে দরিদ্র শ্রেণীর মানুষদের কথা ভেবে কিছু না কিছু সাহায্য করছেন।আর সেই কাজে এগিয়ে এলেন দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর এর স্বেচ্ছাসেবী সংস্থা "ইন্দুস ফাউন্ডেশন"। শুক্রবার তাদের পক্ষ থেকে একটি বিনামূল্যে বস্ত্রের বাজার খোলা হল যেখানে যে কেউ আসতে পারে শুধুমাত্র বস্ত্র কিনতে নয় বাড়তি বস্ত্র দিয়ে অন্য মানুষদের সাহায্যের জন্য ও।
বুনিয়াদপুর শহরের পার্শ্ববর্তী জেলার বাসিন্দার ও বাজারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সাথে উপস্থিত ছিলেন বুনিয়াদপুর শহর তৃণমূল যুব সভাপতি তন্ময় সর্কার সহ অন্যান্য বিশিষ্ট নেতৃত্বরা। জেলায় এই প্রথম এরকম কোন সাহায্যের কথা ভেবে বস্ত্রের বাজার উদ্বোধনীতে বেজায় খুশি সকলে। এই ফাউন্ডেশন এর তরফ থেকে এই ছোট্ট উদ্যোগ নিয়ে আসতে পারে অনেকের মুখে হাসি তাই আশা রাখছেন সংস্থার সদস্যরা।
এই সংস্থার সদস্য সাধন সরকার বলেন প্রতিবছর এখান থেকে এলাকার মানুষজন তাদের প্রয়োজন পোশাক সংগ্রহ করতে পারবে আশা রাখছি। যে কেউ সচ্ছন্দে এখানে আসতে পারে। বিনামূল্যের বাজারের সূচনা করে তারা খুবই খুশি। তার সাথে সমাজের দরিদ্র শ্রেণীর মানুষেরাও এই উদ্যোগে অনেক উপকৃত হবে বলে জানিয়েছেন এই সংস্থার সদস্যরা। এই বাজার সপ্তাহে তিন দিন খোলা থাকবে বলে জানিয়েছেন তারা সম্ভবত সপ্তাহের রবিবার শুক্রবার খোলা থাকছে এই বাজার তা ছাড়া বাকি দিনগুলো পরে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন সংস্থার সদস্যরা।