নিউটাউনের জলে ডোবা রাস্তা থেকে ১৫ কেজি মাছ ধরল ভাই বোন

Brother-and-sister-caught-15-kg-of-fish-from-the-road-of-Newtown-submerged-in-water


রিয়া গিরি : বর্ষার শেষ এখনো পর্যন্ত হয়নি। দুদিন যাবত শুরু হচ্ছে মুষলধারে বৃষ্টি। আর সেই বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি তিলোত্তমার রাস্তা। কোথাও কোথাও এক হাঁটুর ও বেশি জল জমেছে। সেই জলে কিনা মাছ ধরছে লোকজনেরা। অবাক করার বিষয় হলেও ঠিক এমনটাই ঘটেছে নিউ টাউনের রাস্তায়।

বিবাহ বার্ষিকীতে স্ত্রীকে উপহার দিলেন এক টুকরো চাঁদ

কলকাতার বৃষ্টি মানে রাস্তাভর্তি জল। সেই জল স্থায়ী হয়েছে বেশ কয়েকদিন ধরে। সেখানেই এক ভাই বোন খাওয়ার কিনতে যাওয়ার সময় বাইকের আলোয় দেখতে পায় রাস্তার জলে মাছ চলাফেরা করছে। প্রথমে অবশ্য তারা একটু অবাক হয় পরে তারা বাইক থেকে নেমে মাছ ধরতে শুরু করে দেয়। এমনকি তারা বাড়িতে ফোন করে জাল নিয়ে আসে। সেখানে প্রায় ১৫ কেজির মতো মাছ ধরে তারা।

বিয়ারের বোতলের রং সবুজ এবং বাদামি রাখার পেছনেও রয়েছে ইতিহাস

বেশ কয়েকদিন ধরেই  সোশ্যাল মিডিয়াতে তাদের ভিডিও ভাইরাল হচ্ছে। যেখানে দেখা যাচ্ছে ভাই-বোনেরা কারিগরি ভবন এর সামনে বাইকের আলোয় রাস্তায় মাছ ধরছে তাও কিনা ১৫ কেজিরও বেশি। ঘটনাটি আশেপাশের লোকজনের কানে যেতেই সকলে এসে হাজির। নিউটাউন এর মতো ব্যস্ত শহরে রাস্তায় মাছের যোগান পাবে বলে কখনো কেউ ভাবতে পারেনি। যদিও এই মাছ নিয়ে বেজায় খুশি স্থানীয়রা।


দেখুন সেই ভিডিও...

Post a Comment

Previous Post Next Post