মধ্যবিত্তের নাকে দম! নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বাড়াল হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড

 

Breathe-in-the-middle-class-Hindustan-Unilever-Limited-has-increased-the-prices of-essential-commodities

ঈশিতা সাহা: এইবছরে তেল ও গ্যাসের দাম নিয়ে শুরু থেকেই মাথার ঘাম পায়ে পড়া অবস্থা মধ্যবিত্ত দের। এখন তাল মিলিয়ে বাড়ছে লন্ড্রী ও বডি ক্লিনজিং বিভাগের পণ্য গুলির দাম। অর্থাৎ এখন থেকে রিন, সার্ফ এক্সেল এবং ডাব সাবানের মত নিত্যপ্রয়োজনীয় জিনিসগুলি অতিরিক্ত টাকা দিয়ে কিনতে হবে ক্রেতাদের।

সিএনবিসি- র রিপোর্ট অনুযায়ী, এফএমসিজি (ফাস্ট মুভি কনজিউমার গুডস) এবং জায়ান্ট এইচইউএল (হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড)তাদের নিত্যপ্রয়োজনীয় বিভাগের দাম বাড়িয়েছে।

জানা গেছে, গত দুদিন ধরে বোম্বে শেয়ার মার্কেটে এইচইউএল- এর শেয়ার ঊর্ধ্বমুখী। গত মঙ্গলবার তা দাড়িয়েছে ২,৮০৮ টাকায়। এরপরই নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রীর ওপর মূল্যবৃদ্ধির কথা জানাল হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড।

রিপোর্টে দেখা গেছে, ডিটারজেন্ট ও সাবান বিভাগে গত মাসের তুলনায় ৩.৫ থেকে ১৪ শতাংশ পর্যন্ত মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সবচেয়ে বেশি দাম বৃদ্ধি হয়েছে সার্ফ এক্সেলের।১৪ টাকা মূল্যবৃদ্ধি হয়েছে এক কিলোগ্রাম প্যাকেটে।১০০ গ্রামের লাক্স কম্ব প্যাকেটের আগে দাম ছিল ১২০ টাকা। মূল্যবৃদ্ধির পর এখন তা কিনতে হবে ১২৮-১৩০ টাকায়। একইভাবে  আগে ১ কিলোগ্রামের রিন ডিটারজেন্ট পাউডার কিনতে হতো ৭৭ টাকার বিনিময়, এখন দিতে হবে ৮২ টাকা। পাশাপাশি এইচইউএল  ডিটারজেন্ট বিভাগের অন্যতম হুইল সার্ফ- এর দাম বাড়িয়েছে।এক্ষেত্রে ৩.৫ শতাংশ দাম বৃদ্ধির ফলে প্রতি প্যাকেট ২ টাকা মূল্য বৃদ্ধি হবে। এছাড়া ছোট ছোট পাউচ প্যাকেট গুলির ক্ষেত্রেও দামের পরিবর্তন এনেছে এই সংস্থা (এইচ ইউ এল)।


Post a Comment

Previous Post Next Post