সহবাস করে বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গ! অভিযোগ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপকের বিরুদ্ধে

 

Breaking-the-promise-of-marriage-by-having-sex-Complaint-against-a-professor-at-Jadavpur-University

ঈশিতা সাহা: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে গবেষক ছাত্রীর সাথে দিনের পর দিন সহবাসে লিপ্ত, এমনটাই অভিযোগ ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক  অধ্যাপকের বিরুদ্ধে। অভিযুক্ত ব্যাক্তি স্কুল অফ ল্যাঙ্গুয়েজ এন্ড লিঙ্গুইস্টিস বিভাগের অধ্যাপক। বিয়ে করার ভুয়ো আশ্বাস দিয়ে ওই গবেষক ছাত্রীর সঙ্গে একাধিকবার সহবাস করেন অভিযুক্ত অধ্যাপক। কিন্তু এখন তিনি আর বিয়ে করতে চাইছেন না। প্রতিবাদ জানালে হুমকির মুখে পড়তে হয় গবেষক ছাত্রীকে।

আসনে কমতি, ভর্তি নিয়ে শঙ্কায় কলেজগুলি

বিশ্ববিদ্যালয়ে ক্লাস করার সূত্রে ওই অধ্যাপক এর সঙ্গে পরিচয় হয় গবেষক ছাত্রীর। এরপর আলাপচারিতা আরো দৃঢ় হলে বাইরে দেখা করতে থাকেন দুজনে। তারপরই অধ্যাপক ওই ছাত্রীকে বিয়ের প্রতিশ্রুতি দেন। ছাত্রীর অভিযোগ, ইদানিং সেই অধ্যাপক তাকে এড়িয়ে যেতে থাকে। ফোন করা হলে উত্তর দেন না বরং অপমান করেন। এরপরই বিয়ের কথা একেবারে নাকচ করে ফিরিয়ে দেন ছাত্রীকে বলে অভিযোগ।

মেয়ের কর্মকাণ্ড দেখে হার্ট অ্যাটাক বাবা-মা

প্রতিশ্রুতি ভঙ্গে একেবারে ভেঙে পড়েন ছাত্রী। বাড়িতে বিষয়টি জানালে, ওই অধ্যাপকের বিরুদ্ধে যাদবপুর থানায় এফআইআর দায়ের করেন ছাত্রীর পরিবার। ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য চিরঞ্জিব ভট্টাচার্য্য বলেছেন,'দেশের আইনেই মেয়েটি  পদক্ষেপ নিয়েছেন। থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ তদন্ত করে দেখছে। এছাড়া আমরাও অন্তর বিভাগীয় তদন্ত করে দেখছি। অভিযোগ প্রমাণিত হলে নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে।' যদিও অভিযুক্ত অধ্যাপক কে এখনও গ্রেফতার করেনি পুলিশ বলে খবর।






Post a Comment

Previous Post Next Post