বড় খবর! আমেরিকা সফরে প্রধানমন্ত্রী, প্রথমবার মুখোমুখি মোদি-বাইডেন

Big-news-Modi-Biden-face-to-face-for-first-time

ঈশিতা সাহা: আফগানিস্তানে সন্ত্রাস দমন উদ্দেশ্য নিয়ে  আজ সকাল ১১টা নাগাদ আমেরিকা সফরে রওনা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে। এই প্রথমবার মুখোমুখি হবেন জো বাইডেন ও মোদি।

হেলমেট ও মাক্স পরা পথচারীদের হাতে তুলে দেওয়া হলো পোস্তর প্যাকেট

এর আগে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক হয়েছিল প্রধানমন্ত্রীর। তবে এবারে দেশের ও বিশ্বের সমস্যা নিয়ে বৈঠকে বসছেন দুদেশের প্রেসিডেন্ট। সফরের পূর্বে প্রধানমন্ত্রী টুইট করে জানিয়েছেন, 'মার্কিন রাষ্ট্রপতির আমন্ত্রণে আমি আমেরিকা যাচ্ছি। উপরাষ্ট্রপতি কমলা হ্যারিসের সঙ্গে দেশের ইস্যু ও বিশ্বের ইস্যু নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব।'পাশাপাশি কোয়াড সম্মেলনে ও রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় বক্তৃতা দেওয়ার কথা জানিয়েছেন মোদি।

আকাশে ড্রোন উড়িয়ে,পথে স্কোয়াড নামিয়ে নিরাপত্তা শিলিগুড়ির পুজো মণ্ডপে

এদিকে কোভিড পরিস্থিতির পর এই প্রথম তিনদিনের বিদেশ সফরে রওনা দিলেন প্রধানমন্ত্রী। সফরে থাকছেন এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। জানা যাচ্ছে, ২৩ সেপ্টেম্বর তিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। ২৪ সেপ্টেম্বর তিনি বাইডেন ও কমলা হ্যারিসের সঙ্গে বৈঠক করবেন। মূলত দেশ-বিদেশের সমস্যা, নিরাপত্তা-ব্যবস্থা উত্তপ্ত আফগানিস্তান নিয়ে আলোচনা করা হবে এই বৈঠক গুলিতে।

Post a Comment

Previous Post Next Post