বড় ঘোষণা! টানা ১৬ দিন পুজোর ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা, ফুরসত মিলবে নভেম্বরেও

 

Big-announcement-State-government-employees-will-get-Pujo-leave-for-16-consecutive-days-leisure-will-also-be-available-in-November

ঈশিতা সাহা: পুজোর মাস না পড়তেই ১৬ দিনের ছুটি মঞ্জুর করা হলো রাজ্য সরকারি কর্মচারীদের জন্য। ৩১ সে মাসে মাত্র কাজ করবেন ১১ দিন। পূজা পার্বণ মিলিয়ে মোট ২০ দিন বন্ধ থাকবে সরকারি অফিসগুলি।

ভবানীপুরে উপনির্বাচন ঘোষণার সাথেই উত্তরবঙ্গ সফর বাতিল মুখ্যমন্ত্রীর

রাজ্যের অনুমোদিত ছুটির তালিকা অনুযায়ী,১১ অক্টোবর (মহাষষ্ঠী) থেকে দুর্গাপূজার ছুটি শুরু হয়। কিন্তু এবারে অক্টোবরের ৯ তারিখ সপ্তাহের দ্বিতীয় শনিবার হওয়ার কারণে ছুটি পরে। আর ১০ তারিখ রবিবার সুতরাং এমনি ছুটি। এদিকে, মাসের শুরুতে ২ অক্টোবর গান্ধী জয়ন্তী, ৩ অক্টোবর রবিবার,৬ অক্টোবর মহালায়া এবং ৩১ অক্টোবর ফের রবিবারের ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। পুজোর দিনগুলি অর্থাৎ ১২ অক্টোবর (মহাসপ্তমী),১৩ অক্টোবর (মহা অষ্টমী)১৪ অক্টোবর (মহানবমী) এবং ১৫ অক্টোবর বিজয়া দশমীর ছুটি থাকবে। ফের ১৬ অক্টোবর শনিবার এবং ১৮ অক্টোবর সোমবার এই দুদিন অতিরিক্ত ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার।

দুই ই-রিক্সা ইউনিয়নের অশান্তি নিয়ে চরম শোরগোল বনগাঁয়, অবরুদ্ধ বাটা মোড়

পরের দিন অর্থাৎ ১৯ অক্টোবর 'ফাতেহা দোয়াজ দাহাম'-এর কারণে ফের ছুটি পড়েছে। ২০ অক্টোবর লক্ষ্মীপুজো এবং ২১ও ২২ অক্টোবর লক্ষ্মীপুজোর অতিরিক্ত ছুটি বরাদ্দ করা হয়েছে।সব মিলিয়ে ১৬ দিনের ছুটি ও ২০ দিনের তালাবন্দি থাকবে অফিস। এরপর ২৫ অক্টোবর থেকে নিয়মিত খোলা থাকবে অফিস।

তবে এ বছরের ছুটির তালিকা দীর্ঘ হয়েছে নভেম্বর মাসেও। ওই মাসে কালীপুজো, ভাইফোঁটা, ছট পুজো মিলিয়ে  ৩০ দিনের মধ্যে মোট ১৩ দিন কাজ করবেন রাজ্য সরকারি কর্মচারীরা। এই দীর্ঘ দিনের ছুটি ঘোষণায় অবশ্য সকলেই  খুশি হয়েছেন।

Post a Comment

Previous Post Next Post