বড় খবর! ভবানীপুরে মমতার বিরুদ্ধে বিজেপি প্রার্থীর নাম প্রকাশ্যে

 

Big news-In-Bhabanipur-the name-of-the-BJP-candidate-against-Mamata-has-been-made-public

ঈশিতা সাহা: এই মুহূর্তে বড় খবর! ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখোমুখি লড়াইয়ে মহিলা প্রার্থীকেই বেছে নিলেন বিজেপি। শুক্রবার গণেশ চতুর্থী দিনে, দলের তরফ থেকে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। উপনির্বাচনে মমতার বিরুদ্ধে গেরুয়া শিবিরের প্রার্থী হিসেবে এবারে লড়ছেন প্রিয়াঙ্কা তিব্রেরেওয়াল।

শুক্রবার গণেশ চতুর্থী দিনে মনোনয়নপত্র জমা মমতার

দিন কয়েক ধরে উপনির্বাচনের প্রিয়াঙ্কার নামের গুঞ্জন শোনা যাচ্ছিল রাজনৈতিক মহলে। জানা গিয়েছে উপনির্বাচনে প্রার্থী বাছাইয়ে অনেক নাম দিল্লিতে শীর্ষ নেতৃত্বের কাছে পাঠানো হয়েছিল। সেই তালিকা থেকেই তৃনমূল বিরুদ্ধে প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে বেছে নিয়েছে গেরুয়া শিবিরের শীর্ষ নেতারা।

নিমতলায় ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলছে কাঠের গুদাম, ঘটনাস্থলে দমকল মন্ত্রী

অন্যদিকে সামশেরগঞ্জ মিলন ঘোষ ও জঙ্গিপুরে সুজিত দাসকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বিজেপি।

Post a Comment

Previous Post Next Post