সকলের চোখের আড়ালে, গতকাল নতুন সংসদ ভবন নির্মাণকাজ পরিদর্শনে প্রধানমন্ত্রী

Behind-everyone's-eyes-the-Prime-Minister-inspected-the-construction-of-the-new-parliament-building-yesterday


ঈশিতা সাহা: সেন্ট্রাল ভিস্তা প্রকল্পে নতুন সংসদ নির্মাণের কাজ শুরু হয়েছে। ২০২২ সালে প্রকল্প বাস্তবায়নের কথা। সেই নির্মাণকার্য খতিয়ে দেখতেই রবিবার সন্ধ্যে হঠাৎ করে পরিদর্শনে হাজির হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হেলমেট পড়ে নির্মাণস্থলে প্রায় এক ঘন্টা সময় ধরে পরিদর্শন করেন তিনি। পাশাপাশি প্রকল্প সম্পর্কে যুক্ত ইঞ্জিনিয়ার ও আধিকারিকদের সঙ্গেও আলাপচারিতা করেন।

জানা গেছে, ৬৪ হাজার বর্গ মিটার এলাকাজুড়ে তৈরি নতুন সংসদ ভবন নির্মাণে ৯৭০ কোটি টাকা  ব্যয় করা হচ্ছে। ২০২২সালে প্রকল্প নির্মাণ কাজ শেষ করার উদ্যোগেই জোর কদমে কাজ শুরু হয়েছে।

সেন্ট্রাল বিস্তার প্রকল্পের অধীনে নতুন সংসদ ভবনে লোকসভার মোট ৮৮৮ জন সদস্যের বসবার আসন তৈরি করা হচ্ছে। এছাড়াও রাজ্যসভার ৩৮৪ জন সদস্যদের জন্যও থাকছে আসন। আর সেই নতুন সংসদ ভবনের কাজ দেখতে রবিবার সন্ধ্যে বেলায় হঠাৎ করেই হাজির হন প্রধানমন্ত্রী। গত বছর ডিসেম্বর মাসে তিনি এই সংসদ ভবনের শিলান্যাস করেছিলেন। এই  সংসদ ভবনটি  নির্মাণের পর প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির নতুন বাস ভবন নির্মাণ কাজে হাত দেওয়া হবে বলে খবর।


Post a Comment

Previous Post Next Post