সাড়ে চার বছরে ৪.৫ লক্ষ যুবকদের সরকারি চাকরি দেওয়া হয়েছে : যোগী

Before-the-election-the-Yogi-government-presented-a-four-and-a-half-year-record


ওয়েবডেস্ক : উত্তরপ্রদেশে সাড়ে চার বছর পূর্ণ করল যোগী সরকার। এখন ঘনিয়ে এসেছে বিধানসভা নির্বাচনের সময়। তাই এবার রিপোর্ট কার্ড জনসাধারণের সামনে উপস্থাপন করল যোগী সরকার। আজ রবিবার লখনউতে, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সংবাদ সম্মেলন করে গত সাড়ে চার বছরে তাঁর সরকারের সাফল্য জনসাধারণের সামনে তুলে ধরেন।

আরও পড়ুন--

বিরাট কোহলির উপর বিরক্ত কপিল দেব, অধিনায়কের এই বিষয়টা পছন্দ করেননি

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, দেশ প্রধানমন্ত্রী মোদীজির প্রতি কৃতজ্ঞ, যার নির্দেশনায় আজ আমাদের সরকার সাড়ে চার বছরের মেয়াদ সফলভাবে সম্পন্ন করছে। আমাদের সরকার ইউপিতে নিরাপত্তা ও সুশাসনের ক্ষেত্রে অনেক কাজ করেছে। দেশ ও বিশ্বে ইউপির ধারণার পরিবর্তন হয়েছে। সরকার এবং একাধিক সংস্থার সম্মিলিত প্রচেষ্টায় সম্পন্ন হয়েছে। কেন্দ্রীয় নেতৃত্বের ক্রমাগত সমর্থন এই সরকারের সাফল্যে একটি বড় ভূমিকা পালন করেছে।

আরও পড়ুন--

এবার তৃণমূলে বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়

মুখ্যমন্ত্রী যোগী এদিন আরও বলেন, এটি ইউপির ইতিহাসে একটি স্মরণীয় মেয়াদ হিসেবে বিবেচিত হবে। ইউপি এমন একটি রাজ্য যেখানে মাফিয়া ক্ষমতার রাজ চলত। এর আগের সরকারে প্রতি তৃতীয় এবং চতুর্থ দিনে দাঙ্গা হতো। কিন্তু আমাদের সরকারের মধ্যে একটিও দাঙ্গা হয়নি। অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। অপরাধীদের অবৈধ নির্মাণও ভেঙে ফেলা হয়েছে।

আরও পড়ুন--

পাবজি খেলতে গিয়ে মায়ের অ্যাকাউন্ট থেকে ১০ লক্ষ টাকা খরচ করে লজ্জায় বাড়ি ছাড়লো কিশোর

তিনি আরও বলেন, এর আগে সিএমদের বাড়ি বানানোর জন্য তৈরি করা হয়েছিল। নিজেদের জন্য অট্টালিকা ও বাড়ি তৈরির প্রতিযোগিতা ছিল। আমরা আমাদের বাড়ি বানাইনি, আমরা দরিদ্রদের ৪২ লাখ ঘর দিয়েছি। এটা সুশাসন।

আরও পড়ুন--

প্যাসেঞ্জার টার্মিনাল বিল্ডিং এর উদ্বোধন হল পেট্রাপোল সীমান্তে

সিএম যোগী বলেন, আগে একটি দুর্যোগ হলে মাসের পর মাস বা বছর লাগত। কিন্তু দরিদ্র মানুষ সাহায্য পেতেন না। কিন্তু এখন সাহায্য ২৪ ঘন্টার মধ্যে আসে। ডিডিটি -র মাধ্যমে উপকারভোগীদের ৫ লক্ষ কোটি টাকার বেশি দেওয়ার কাজ করেছেন। ৪.৫ লক্ষ যুবকদের সরকারি চাকরি দেওয়া হয়েছে। রিজার্ভেশনের নিয়ম মেনে চাকরি দেওয়া হয়েছে। কাজটি স্বচ্ছভাবে দেওয়া হয়েছিল।

ভিডিও দেখুন--

Post a Comment

Previous Post Next Post