রিয়া গিরি : কঠোর সংগ্রাম চালিয়ে KKR টিমে জায়গা করে নিল বছর আঠারোর বাংলার ছেলে। গোটা গ্রাম যখন গভীর ঘুমে ঘুমোচ্ছে তখন ভোর তিনটের সময় সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে জিন্না। সেখান থেকে কলকাতার জন্য ট্রেন ধরে চলে আসতো সম্বরণ বন্দ্যোপাধ্যায় ক্রিকেট ক্যাম্পে। দীর্ঘদিনের পরিশ্রমে নিজেকে ক্রিকেটের প্রতি দক্ষ করে তোলে সে।
সিরিজ ২-১ না ২-২? ICC-কে সিদ্ধান্ত নিতে বলল ECB
ছোট থেকেই ক্রিকেটের হওয়ার স্বপ্ন দেখতো ছোট জিন্না। খেলার প্রতি গভীর আগ্রহ দেখে পাশের গ্রামের এক ভদ্রলোক সম্বরন বন্দোপাধ্যায় এর কাছে নিয়ে যান। সেখানে জিন্নার খেলা দেখে সিলেক্ট হয়ে যায় সে।পরে দমদমের রঞ্জিত স্যার কলকাতা নাইট রাইডার্স দলে সুযোগ করিয়ে দেয় তার।
মাতৃদুগ্ধ পান করতে গিয়ে এক মাসের শিশুর খাদ্যনালীতে গিয়ে আটকালো মায়ের ব্লাউজের হুক
নানা প্রতিবন্ধকতার সাক্ষী রেখে বড় হয়ে ওঠা জিন্নাহর শেষ পর্যন্ত জীবনের সাফল্য পেয়েছে। জিনা সেন্ট্রাল ক্যালকাটা স্পোটিং ক্লাবের হয়ে খেলছে এবং আগামী দিনে বাংলার হয়েও খেলতে পারবে আশা রাখছে সে। বাড়িতে খেটে খাওয়া পরিবার। রয়েছে মা বাবা দুই ভাই এবং এক বোন। ছেলের দক্ষতায় বেজায় খুশি তার পরিবারসহ গ্রামবাসীরা। ভবিষ্যতের জন্য অনেক শুভেচ্ছা জানিয়েছে সকলে।