আচমকাই দুষ্কৃতীর গুলিতে স্তব্ধ বনগাঁ সুভাষ পল্লী এলাকা

 

Bangaon-Subhashpalli-area-stunned-by-the-sudden-misdeeds

রিয়া গিরি : ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো বনগাঁ থানার কলেজ পাড়া এলাকায়। পুলিশ তদন্তে নেমে গ্রেপ্তার করেছে একজন দুষ্কৃতীকে। আচমকাই এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় কলেজ পাড়া এলাকায়। গ্রেফতার করা হয়েছে একজন দুষ্কৃতীকে যার নাম গোপাল পাল। বাড়ি বনগাঁর গান্ধী পল্লী এলাকায়।

পাক জঙ্গির মুখেই পাকিস্তান সন্ত্রাসী চক্রান্তের ফাঁস!

সূত্রের খবর,বনগাঁর এক ব্যবসায়ীর বাড়িতে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালানোর অভিযোগ ওঠে গোপাল পাল এর বিরুদ্ধে। সাধন ঘোষ নামে ওই ব্যবসায়ী জানায় মঙ্গলবার গভীর রাতে  কয়জন দুষ্কৃতী ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি চালায়। ঘটনায় আতঙ্কিত হয়ে ওই ব্যবসায়ী বনগাঁ থানায় অভিযোগ দায়ের করে।তদন্তে নেমে বৃহস্পতিবার সকালে পুলিশ গ্রেপ্তার করে এবং তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। বনগাঁ মহাকুমা আদালতে পাঠানো হয়েছে ধৃত ব্যক্তিকে।

মাত্র আট টিকিটে কোটিপতি দেগঙ্গার দিনমজুর

আচমকাই এলাকায় দুষ্কৃতীদের উৎপাতে ভীত কলেজ পাড়া এলাকার বাসিন্দারা। তারা জানায় মঙ্গলবার রাতে তারা হঠাৎ গুলির আওয়াজ শুনতে পায় এবং পরে এ ব্যাপারটি কানে আসে এলাকার বাসিন্দাদের। ইতিমধ্যেই পুলিশ  ধৃত ব্যক্তিকে হেফাজতে নিলে কিছুটা আশ্বাস হয়েছে এলাকাসহ ওই ব্যবসায়ীর পরিবার।

Post a Comment

Previous Post Next Post