ঈশিতা সাহা: আসন্ন বিধানসভা ভোটে বিজেপি দলের আসন নিশ্চিত ঘোষণা করলেন ইউপির মুখ্যমন্ত্রী আদিত্যনাথ যোগী। ২০২২-এর বিধানসভা ভোটে বিপুল, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ৩৫০ টি আসন পাবেন বলে জানান তিনি। এদিকে, রাজ্যে আইন শৃঙ্খলা ভঙ্গ, নারী নির্যাতন ও করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউ মোকাবিলায় ব্যর্থতা ইত্যাদির পরেও সাংবাদিক বৈঠকে যোগীর দাবি, রাজ্যের মানুষ, দলীয় সংগঠন, সরকারের সঙ্গবদ্ধ চেষ্টা জাতীয় স্তরে উত্তর প্রদেশ সম্পর্কে সম্পূর্ণ ধারনাই বদলে গিয়েছে। আরও বলেন, সরকারের ওপর জনগণের আস্থা বেড়েছে। তার ওপর ভিত্তি করেই ২০২২ সালের নির্বাচনে ৩৫০ টি আসন সহ বিপুল সংখ্যাগরিষ্ঠতা বিজেপির জয় নিশ্চিত করবে।
অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রী দের কটাক্ষ করে যোগী বলেন, আগে মুখ্যমন্ত্রী নিজেদের বাংলা তৈরীর প্রতিযোগিতায় নামতেন। কিন্তু আমরা উত্তরপ্রদেশে ৪২ লক্ষ গরিবদের জন্য ঘর বানিয়ে দিয়েছি। পাশাপাশি ২০১৭ সালে ক্ষমতায় আসার পর উত্তরপ্রদেশে আইন-শৃংখলার ভিতি আরো দৃঢ় হয়েছে বলে জানান তিনি। উল্লেখ্য, ২০১৭-এর বিধানসভা ভোটে ৪০৩ বিধানসভা আসনে ৩২৫ টি পেয়েছিল বিজেপি।