স্টেশনে নরেন্দ্র মোদী ভেবে ধোঁকা খেয়ে বসলেন আমজনতা


At-the-station-the-general-public-sat-deceived-thinking-of-Narendra-Modi

রিয়া গিরি : নরেন্দ্র মোদী শুধুমাত্র একজন প্রধানমন্ত্রী হিসেবে পরিচিত নয়। গোটা বিশ্বের কাছে একটি বড় ব্র্যান্ডে পরিণত হয়েছেন তিনি। তার অনুগামীর পরিসংখ্যা দিন দিন বেড়েই চলেছে। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্ম বার্ষিকী দিন লক্ষ লক্ষ মানুষ তাকে শুভেচ্ছা জানিয়েছেন। কিন্তু ভক্তরা যদি কখনো নরেন্দ্র মোদিকে সামনে দেখেন তখন কি চিনে নিতে পারবেন! ঠিক এমনই এক ঘটনা হয়েছে ঘটেছে ভারতবর্ষের এক স্টেশনে।

ভারতীয় বংশোদ্ভূতদের অপহরণের অভিযোগ উঠল আফগানিস্তানে

লালাজি দেবরিয়া নামে একজন ব্যক্তি মোদির প্রতিচ্ছবির মতই দেখতে। শরীরের এক গঠন। তার চেহারা এবং উচ্চতা মানুষকে মোদিজীর কথা মনে করিয়ে দেয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্টাইল এবং ড্রেসিং সেন্স কপি করতে শুরু করেছেন তিনি। আর তা দেখে সাধারণ মানুষেরা লালাজি কে প্রধানমন্ত্রী ভেবে বসলেন।

প্যাসেঞ্জার টার্মিনাল বিল্ডিং এর উদ্বোধন হল পেট্রাপোল সীমান্তে

মঙ্গলবার এক ব্যক্তি তার হাতে ট্রলি নিয়ে বড়াই যাচ্ছিলেন আর সেখানেই তাদের মধ্য থেকে বেরিয়ে এলো প্রধানমন্ত্রী মোদী।ভক্তরা খুব উৎসাহিত হয়ে তাকে দেখতে এগিয়ে এলেন কিন্তু তিনি আসলে লালাজি দেব রিয়া। হুবহু নরেন্দ্র মোদিকে তিনি খুব বাস্তব ভাবেই কপি করেছেন আর তাতে ধোঁকা খেয়ে বসছেন আমজনতা।

Post a Comment

Previous Post Next Post