অষ্টম দিন শেষে প্যারাঅলিম্পিকে ৩৪ তম স্থানে ভারত, নাগাল ছাড়িয়ে শীর্ষে চীন

 

At-the-end-of-the-eighth-day-India-was-ranked-34th-in-the-Paralympics-surpassing-China

ঈশিতা সাহা: 'দ্যা গ্রেটেস্ট শো অন দা আর্থ'- এর বুকে এখন চলছে সোনা, রুপো ও ব্রোঞ্জের কাড়াকাড়ি। অষ্টম দিনের শেষে প্যারা অলিম্পিকে ৩৪ তম স্থানে রয়েছে ভারত। এই মুহূর্তে মোট দশটি পদক তথা, ২টি সোনা, ৫টি রুপো ও ৩টি ব্রোঞ্জ ভারতের অধিকারে।

সোমবার প্যারাঅলিম্পিকে প্রথম ভারতীয় শুটার হিসেবে সোনা জিতে নজর কাড়লেন অবনী লেখারা। ১০ মিটারের মহিলা শুটিংয়ে এয়ার রাইফেল ফাইনালে ২৪৯.৬ স্কোরে ইউক্রেনের ইরিনা শেটনিকের সঙ্গে যুগ্মভাবে বিশ্বরেকর্ড করেন অবনী। এদিকে পুরুষ জ্যাভলিনে  এফ-৬৪ ইভেন্টে ভারতকে সোনা এনে দেয় সুমিত আন্টিল। ৬৮.৫৫ মিটার জ্যাভলিন ছুড়ে সোনা জিতে নতুন ভাবে বিশ্বরেকর্ডের সূচনা করেন সুমিত।

সম্প্রতি প্যারালিম্পিকের শীর্ষস্থানে সবচেয়ে বেশি পদক অধিকারী স্থানে রয়েছে চীন। ৬৮টি সোনা, ৪৩টি রূপো ও ৩৬ টি ব্রোঞ্জ, সর্বোপরি চীনের পদক সংখ্যা ১৪৭ টি। দ্বিতীয় স্থানে নাম উঠেছে রাশিয়ান প্যারাঅলিম্পিক কমিটির। তাদের পদক সংখ্যা ৮৯ টি। অন্যদিকে, ৭২ টি পদক জিতে চতুর্থতম স্থানে রয়েছে আমেরিকা। এরপরে স্থান পেয়েছে নেদারল্যান্ড ও ব্রাজিল।


Post a Comment

Previous Post Next Post